শ্যামলবাংলা ডেস্ক : থাইল্যান্ডের পূর্বাঞ্চলে একটি ট্রাকের সঙ্গে স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সংঘর্ষে ১৩ শিক্ষার্থীসহ অন্তত: ১৫ জন নিহত হয়েছে। ২৮ ফেব্রুয়ারী শুক্রবার ভোরে পাতায়া যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় স্কুল ছাত্রদের বহনকারী ডাবল-ডেকার বাসটি। থাইল্যান্ডের কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
প্রতিবেদনে বলা হয়, স্কুল শিক্ষার্থীদের নিয়ে বাসটি শুক্রবার ভোরে থাইল্যান্ডের সমুদ্রতীরবর্তী শহর পাতায়ার দিকে যাওয়ার পথে মালবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১৩ জন শিক্ষার্থী ও দু’জন শিক্ষক নিহত হন। নিহত শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। আহত হন ৩০ জনেরও বেশি, যাদের মধ্যে অন্তত: ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, স্কুলের শিক্ষার্থীরা থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর র্যাটচাসিমা থেকে পাতায়া ভ্রমণে যাচ্ছিল। পথে প্রাচীনবুড়িতে ডবল-ডেকার বাসের সঙ্গে ১৮ চাকার ট্রাকের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। তবে ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসেব অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অনেক বেশি। এর আগে গত ডিসেম্বরে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের খুন ফা মুয়াং ব্রিজ থেকে পর্যটকদের বহনকারী একটি বাস খাদে পড়ে ২৯ জন নিহত হয়েছিলেন।