ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম বাদশা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার ৫২ কেন্দ্রের ভোটগণনা শেষে আমিনুল ইসলাম বাদশা পেয়েছেন ৩২ হাজার ৯শ ৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এসএমএ ওয়ারেজ নাঈম পেয়েছেন ২৭ হাজার ৩শ ৮৬ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী আমিরুল ইসলাম মক্কু ১৬ হাজার ৯শ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগের রকিবুল ইসলাম রুকন পেয়েছেন ১৪ হাজার ৮ শ ২৩ ভোট। মহিলা ভাইস-চেয়ারমান পদে স্বতন্ত্র প্রার্থী লাইলী বেগম ২০ হাজার ৬শ ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগের আয়েশা সিদ্দিকা পেয়েছেন ১৭ হাজার ৫শ ৪১ ভোট।
ভোট চলাকালীন সময়ে ৪টি কেন্দ্রে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে ভোটগ্রহণ সাময়িক বন্ধ থাকে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পুনরায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়।
উল্লেখ্য, আমিনুল ইসলাম বাদশা দুদকের দায়ের করা মামলায় বর্তমানে কারাগারে আটক রয়েছেন।