জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে আগুনে পুড়ে শিমু (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকান্ডের সময় ঘর তালাবদ্ধ ছিল। ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে।
ইসলামপুর উপজেলা ফায়ার সার্ভিসের সদস্য কমল কুমার মালাকার জানান, উপজেলার পলবান্ধা ইউনিয়নের মধ্য বাহাদুরপুর গ্রামের সন্দেশ ফারাজীর আট বছরের মেয়ে সিমু আক্তার ঘরে ঘুমাচ্ছিল। এসময় তার মা রান্নার কাজ শেষ করে ঘর তালাবদ্ধ রেখে প্রতিবেশীর বাসায় টেলিভিশন দেখতে যায়। রান্না ঘরের জ্বলন্ত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে সন্দেশ আলীর ঘরসহ প্রতিবেশী জাবেদা বেগম,হাসান আলী, তোফাজ্জল,জবেদ,তাজুল,সিক্কু, টুলটুলি ও মান্নানের মোট ১১টি ঘর ভস্মিভূত হয়। সন্দেশ আলীর দুটি গরুও অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। সাড়ে ৫ লক্ষ টাকার সম্পদ ভস্মিভূত হয়।