মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ শিশু একাডেমী আয়োজনে জাতীয় শিশু পুরস্কার দাবা প্রতিযোগীতায় অংশগ্রহন করে সিলেট বিভাগীয় পর্যায়ে হাবিবুর রহমান দুলাল প্রথম হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র দুলাল, উপজেলা, জেলা ও গত ২৪ ফেব্রুয়ারী সিলেট বিভাগীয় পর্যায়ে নজরুল একাডেমীতে অনুষ্টিত দাবা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার লাভ করে। পরে ঐ দিন সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম তার হাতে সনদসহ পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী সিলেট অঞ্চলের সংগঠক সাইদুর রহমান ভুইয়া সহ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশুরা । আজ শুক্রবার ২৮ ফেব্রুয়ারী জাতীয় পর্যায়ে অংশগ্রহন করতে বাংলাদেশ শিশু একাডেমী ঢাকাতে রির্পোট করে দাবা খেলায় অংশ গ্রহন করতে যাচ্ছে। দুলাল কুলাউড়া উপজেলার পৌরশহরের লস্করপুর গ্রামের দুলু মিয়া ও জেলি বেগমের ছেলে।