ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে ট্রাক চাপায় মাহফুজুর রহমান মাছুম (১১) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের কোর্ট রোড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মাছুম ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ীচালক মখলিছুর রহমানের পুত্র ও ছাতক বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাছুম প্রাইভেট পড়া শেষে বাইসাইকেল যোগে বাসায় ফেরার পথে রেল ষ্টেশন রোড ও কোর্ট রোডের মিলনস্থলে পৌছলে লাফার্জের সিমেন্ট ভর্তি সিলেটগামী অজ্ঞাতনামা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন হিসেবে হাজী বশির উদ্দিন এন্ড সন্স’র মালিকানাধিন (সিলেট ট-১১-০৪১৭) একটি ট্রাক পেট্রোল পাম্প এলাকায় আটক করে। আটকৃত ট্রাকের চাকায় রক্তের দাগ দেখে ট্রাকটি আটক করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না ঘটনাস্থলে উপস্থিত হন। থানা-পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুুন্সি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দূর্ঘটনা কবলিত ট্রাকটি জনতা আটক করেছে।
ছাতকে সড়ক দুর্ঘটনায় আহত ইউপি চেয়ারম্যানকে ঢাকায় স্থানান্তর
ছাতকে সড়ক দুর্ঘটনায় আহত জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বুধবার তাকে দেখতে এ্যাপোলো হাসপাতালে যান ছাতক উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদত লাহিন, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, নোয়ারাই ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আফজাল আবেদীন আবুল, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায় ও যুবলীগ নেতা আমতর আলী প্রমূখ। এ সময় তারা আলহাজ্ব নুরুল ইসলামের চিকিৎসার খোঁজ-খবর নেন। ১৪ফেব্র“য়ারি শুক্রবার সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন এলাকায় সড়ক দূর্ঘটনা আহত হন তিনি। তাকে বহনকারী অটোরিক্সাটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়লে তিনি আহত হন। আহত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামকে প্রথমে কৈতক হাসপাতালে এবং পরে জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।