মেহের আমজাদ, মেহেরপুর : বোমা হামলা, মারধর, ধাওয়া-পাল্টা ধাওয়া, পেশি শক্তি দেখিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধা দান এবং জাল ভোট প্রদানের মধ্য দিয়ে শেষ হয়েছে মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচন। তবে মুজিবনগর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুরের এ দু’টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বোমা হামলা ও মারধরের শিকার হয়ে মহিলা সহ কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। এদের বেশির ভাগ বিএনপি সমর্থক। আহতদের মধ্যে রবিউল নামের এক পুলিশ কনস্টেবল ও মাঞ্জারুল নামের এক আনসার সদস্যও রয়েছে। এর মধ্যে ভোলাডাঙ্গা গ্রামে ভোট দিতে যাওয়ার পথে সকাল সাড়ে আটটার দিকে ভোলাডাঙ্গা- কেশবনগর সড়কের মাঝামাঝি স্থানে বোমা হামলার শিকার হয়ে পাঁচজন বিএনপি সমর্থক আহত হয়। পরে আহতদের স্বজনেরা হামলা চালিয়ে দুই আওয়ামী লীগ কর্মীকে আহত করে। স্থানীয় সাংবাদিকর্ াগাংনী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেছেন, কেন্দ্রগুলোর প্রবেশ মুখ দখল করে আছে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। তারা বিএনপি ও জামায়াতের ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে তারা সেখানে ছুটে গিয়ে পরিবেশ স্বাভাবিক করছেন। তারা চলে গেলে আবারও আগের মত ভুমিকায় নামছে ঐসব কর্মী সমর্থকেরা।
তবে জাল ভোট প্রদান এবং ভোট কেন্দ্রে যেতে বাধা দানের অভিযোগ পাঁচ আওয়ামী লীগ কর্মীকে দন্ডবিধির ১৭১(চ) ধারায় আর্থিক দন্ড ও কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ভোট কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মখলেছুর রহমান মুকুলের (দোয়াত কলম) প্রতীকে সীল মারার অভিযোগ এনে ২২টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবী জানিয়েছে গাংনী উপজেলা বিএনপি। ভোটের দিন বিকেল ৪টার সময় গাংনী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়। ১৯ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও গাংনী উপজেলা যুবলীগ নেতা মোশারফ হোসেন বিভিন্ন কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে তাদের প্রতীকে সীল মেরেছে। এছাড়া সকাল থেকেই তাদের নেতা-কর্মীরা বিএনপি ও জামায়াতের ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি। এসব কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের আবেদন জানিয়ে সহকারী রিটার্নিং অফিসার সহ বিভিন্ন দফতরে আবেদন পত্র দেয়া হয়েছে বলেও তিনি জানান।
এদিকে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে মুজিবনগর উপজেলা নির্বাচন। শুধুমাত্র মোনাখালি ইউনিয়নের শিবপুর গ্রামে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধাকে ভোট দিতে সহায়তা করায় মনোয়ারা খাতুন নামের এক আনসার সদস্যকে পিটিয়েছে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা। তিনি আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। এ সময় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদেরও কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ফোর্স নিয়ে সেখানে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
মেহেরপুর গাংনীর সিঁদুরকোটা কেন্দ্রে জাল ভোট দেবার অভিযোগে দুজনের ১৫ দিনের কারাদন্ড
মেহেরপুর গাংনী উপজেলার সিঁদুরকোটা কেন্দ্রে জাল ভোট দেবার অভিযোগে দ’ুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট শাহীনা শবনম। অভিযুক্তরা হলো কামারখালি গ্রামের আকছেদ আলীর ছেলে কাউছার আলী (২৬), সিঁদুরকোঠা গ্রামের আমিরুল ইসলামের ছেলে বরকত আলীকে ব্যালট পেপার সহ হাতেনাতে আটক করা হয়। অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের ওই কারাদন্ড প্রদান করা হয়েছে।