গফরগাঁও প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এক শালীসি বৈঠক শেষে আপন চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই আব্দুল কাদির। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ উত্তর নয়াপাড়া গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল কাদির (৪৮) ও চাচাতো ভাই নূর হোসেনের মধ্যে দীর্ঘদিন যাবত ভিটে-বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনাটি আপোষ মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্যদের নিয়ে কাদিরের বাড়িতে গতকাল সকালে শালীসি বৈঠক বসে। শালীসের সিন্ধান্ত নিয়ে উভয়ে বাক-বিতন্ডায় জমিয়ে পড়ে।এক পর্যায়ে কাদিরের ছেলে আল আমিন চাচা নূর হোসেনকে চপেটাঘাত করে। এ ঘটনায় নূর হোসেন উত্তেজিত হয়ে বড় ভাই কাদিরকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপে¬ক্সে নিয়ে আসার পথে কাদির মারা যায়।
গফরগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল¬াহ বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।