গফরগাঁও প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে জনতার গণপুটুনীতে ডাকাত সর্দারসহ দুই ডাকাত নিহত হয়েছে। অপর এক ডাকাতকে মূমুর্ষ অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার গভীর রাতে ত্রিশালের হরিরামপুর বাজারের একটি টিনের দোকান, মাইন উদ্দিনের মনোহারী, আতিকুলের চিনি, জালাল উদ্দিনের মনোহারী ও আবুল কালামের মনোহরী দোকান এবং গফরগাঁও উপজেলার ভাড়া বাজারের আবুল কালাম মেম্বারের সততা বস্ত্রালয়, আলমের তেল-মবিলের দোকানে ডাকাত দল ডাকাতি করে। গণডাকাতি শেষে ট্রাকভর্তি মালামালসহ গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহা সড়ক দিয়ে যাওয়ার সময় শিবগঞ্জ বাজারের পাহারারত লোকজন রাত ৪টার দিকে রাস্তায় ব্যারিকেড দিয়ে চিৎকার শুরু করে। এ সময় বাজারের ব্যবসায়ী ও আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাত দলকে ধাওয়া করে উত্তেজিত জনতা তিন ডাকাতকে গণপুটুনি দিলে ত্রিশাল উপজেলার গড়পাড়া গ্রামের মছু চুরার ছেলে ডাকাত সর্দার সাইফুল (৪২) ও হেলাল (৪০) ঘটনা স্থলে নিহত হয়। আহত জালাল ডাকাতকে পুলিশ মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। আহত জালালের বাড়ি গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুলাহ জানান, হেলাল ডাকাতের লাশ ও লুন্ঠনকৃত মালামাল উদ্ধার করে গফরগাঁও থানায় নিয়ে আসা হয়েছে।
ভালুকা থানার ওসি (তদন্ত) মনির হোসেন বলেন, ডাকাত সর্দার সাইফুলের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।