কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঞ্জুরুল হক রতন চৌধুরী স্মৃতি ও জেলা ক্রীড়া সংস্থা বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০১৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০টায় এ প্রতিযোগীতির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া- ৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ।
হানিফ বলেন, খেলাধুলা করলে শরীর ও মুন দুই ভালো থাকে। এই কুষ্টিয়ার খেলোয়াড়রা দেশের সুনাম বয়ে এনছে বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে।
তিনি কুষ্টিয়ায় সুইমিং পুল নির্মানের আশ্বাস দিয়ে বলেন, সুইমিং পুলের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শীঘ্রই এখানে সুইমিং পুল নির্মাণ করা হবে।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ্যাড. অনুপ কুমার নন্দী, জহুরুল হক চৌধুরী রঞ্জু, সাধারন সম্পাদক মকবুল হোসেন লাবলু, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী, লালন একাডেমীর সাধারন সম্পাদক রেজানুর রহমান চৌধুরী মুুকুল, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ ক্রীড়াপ্রেমীরা এসময় উপস্থিত ছিলেন।