কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ ১১ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউপি’র পাকুড়িয়া-ভাংগাপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
৩২ ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি বিজিবি কোম্পানীর অধিনায়ক সুবেদার সাখাওয়াত হোসেন জানান, পাকুড়িয়া-ভাংগাপাড়া গ্রামের দুলাল (২০), সেন্টু (২৫), রবি মন্ডল (৫৫), আকবর আলী (৬০), সেন্টু (২০), রাকিবুল ইসলাম (১৯), শিমূল হোসেন (১৯), আরিফুল ইসলাম (১৮), আফজাল হোসেন (৩৫), কদম বিশ্বাস (৪০) ও জাফর ইকবাল (২৪) বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ১৫৩-৭৩ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় মহিষকুন্ডি বিজিবি’র টহল দল তাদের আটক করে।
আটক বাংলাদেশীদের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে পার্সপোট আইনে বা সীমানা আইন লংঘন করে অবৈধ অনুপ্রবেশের অভিযোগের মামলা দিয়ে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। যার মামলা নং ৩১।
তবে এলাকাবাসী অভিযোগ করেছে গতরাতে শতাধিক বিজিবি সদস্য পাকুড়িয়া-ভাংগাপাড়া গ্রামে প্রবেশ করে বাড়ি বাড়ি তলাশী করে ১১জন নিরীহ গ্রামবাসীকে আটক করেছে।
রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল হক জানান, বুধবার বিকেলে পাকুড়িয়া-ভাংগাপাড়া সীমান্তে বিজিবি’র টহল দলের উপর মাদক চোরাকারবারীরা হামলা চালিয়ে এক বিজিবি সদস্যকে আহত করলে তারই জের ধরে গতরাতে ওই গ্রামে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১১জন নিরীহ গ্রামবাসীকে আটক করে থানায় দিয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, ১১জনকে আটক করে পাসপোর্ট আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে মহিষকুন্ডি বিজিবি।
দৌলতপুরে ফেনসিডিলসহ চোরাকারবারি আটক
দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া কলেজ এলাকা থেকে ১৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জিয়াউর রহমান (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
আটককৃত জিয়াউর রহমান পাশ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে দৌলতপুর থানার এসআই আরিফ পাশ্ববর্তী গাংনী উপজেলা থেকে ইঞ্জিনচালিত নসিমনে করে পাচারের সময় ওই নসিমনে থাকা ১৪০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং একজন চোরাকারবারিকে আটক করেন।
এই ব্যাপারে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।