মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় তথ্য অধিকার আইন-২০০৯বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কুলাউড়া উপজেলা প্রশাসন ও এনজি সংস্থা ওয়াফ এর আয়্জোনে এবং ডিনেট এর সহযোগিতায় পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে ও ওয়াফের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন ভুকশিমইল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রেনু, সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহাজাহান, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, কর্মধা ইউপি চেয়ারম্যান আব্দুস শহীদ বাবুল, ব্রাম্মণবাজার ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, শরীফপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জুল হোসেন চিনু মিয়া, হাজীপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ মিয়া, জয়চন্ডি ইউপি চেয়ারম্যান মোঃ কমর উদ্দিন আহমদ কমরু, বরমচাল ইউপি চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, ভাটেরা চেয়ারম্যান সিরাজ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সফর উদ্দিন, উপজেলা প্রকৌশলী আবুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আছির উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার শরীফ উল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, মৎস্য কর্মকর্তা ওমর ফারুক, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, সমাজসেবা কর্মকর্তা জাহানারা বেগম।
বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়নে স্ব-স্ব অফিস প্রতিষ্ঠান প্রধানগন পারস্পরিক সহযোগিতা কামনাসহ জনসাধারনকে এ বিষয়য়ে আরো সচেতনা বৃদ্ধি করতে সভায় তথ্য অধিকার আইন সংশ্লিষ্ট সবার প্রতি আহবান করা হয় ।