শ্যামলবাংলা স্পোর্টস : চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেসার মাশরাফি বিন মর্তুজা। ২৮ ফেব্রুয়ারী শুক্রবার সকালে বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ ওই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চোটের কারণে এশিয়া কাপে আর খেলা হচ্ছে না মাশরাফির। তার বদলে দলে নেওয়া হয়েছে পেসার শফিউল ইসলামকে। বুধবার ভারতের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার সময় বল করতে গিয়ে হাতের নিচের অংশে চোট পান মাশরাফি।
এশিয়া কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ শনিবার আফগানিস্তানের বিপক্ষে। সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশের জন্য শনিবারের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে ইনজুরির কারণে এই টুর্নামেন্টে শুরু থেকেই খেলতে পারছেন না উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। এছাড়া মাঠে অশোভন আচরণের কারণে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় দলে নেই সাকিব আল হাসানও। এই অবস্থায় চোটের কারণে ছিটকে পড়লেন অভিজ্ঞ পেসার মাশরাফিও। ক্যারিয়ারজুড়েই চোটের সঙ্গে লড়তে থাকা মাশরাফি এর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটও খেলতে পারেননি।