তানোর (রাজশাহী) প্রতিনিধি : উপজেলা নির্বাচনকে ঘিরে রাজশাহীর তানোরে ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার কামারগাঁ ইউপি’র পারিশো উচ্চ বিদ্যালয় মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। এতে কামারগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলে রাব্বী ফরাদের সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মুন্ডুমালা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রাব্বানী, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীন, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর পৌর আওয়ামীলীগের সভাপতি ও তানোর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইমরুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম ও আওয়ামীলীগের নারী ভাইস-চেয়ারম্যান প্রার্থী সোনিয়া সরদার প্রমূখ। সভায় দলের মনোনীত প্রার্থীর পক্ষে ভোট দেবার জন্য বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহায়তা কামনা করা হয়।