আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার (মোটর সাইকেল) ৬৫ হাজার ৭৬৪ ভোট পেয়ে বে-সরকারীভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু (আনারস) পেয়েছেন ৩৮হাজার ১০৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী জামায়াত নেতা ডাঃ ইউনুছ আলী (চশমা) ৫৬ হাজার ৭৬০ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাপা (এরশাদ) সমর্থিত ফেরদৌস হাসান সুমন (উড়োজাহাজ) পেয়েছেন ২৯ হাজার ৭৫৩ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট জামায়াত সমর্থিত বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আহমদ মালা (প্রজাপতি) ৫৪ হাজার ৯২৪ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগের ফরিদা খাতুন (কলস) পেয়েছেন ৪৫ হাজার ৭১ ভোট। উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন ভাইস চেয়ারম্যান ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। গতকাল বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়।