অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় পূর্বশক্রতার জের ধরে দুই পক্ষের মধ্যে হামলা-সংঘর্ষে মোটরসাইকেল ও বসতঘর ভাংচুরসহ আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলা বাগধা ইউনিয়নের নিমারপাড় গ্রামে দীর্ঘদিন ধরে ইউনুস সিকদার ও সেকেন্দার ঘরামীর মধ্যে বংশীয় বিবাদসহ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে সিকদার বাড়ির উপর দিয়ে সেকেন্দার ঘরামীর ছেলে জুয়েল মোটরসাইকেল নিয়ে যাবার সময় সাদ্দাম সিকদারের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ ছড়িয়ে পড়লে ইউনুসের লোকজন সেকেন্দারের বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় জুয়েলের ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাংচুর করে প্রতিপক্ষরা। হামলায় ঘরামী বংশীয় জুয়েল ঘরামী, নাহিদা বেগম, খালেক ঘরামী, শাহীনা বেগম, নিজাম ঘরামী, রিপন ঘরামী, শাহানারা, সাইদুল ঘরামী আহত হয়। ঘর ভাংচুরের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ইউনুসের লোকজনকেও হাসপাতালে ভর্তি করে মামলা থেকে নিজেদের বাঁচাতে থানায় অভিযোগ দায়ের করেছে। ইউনুসের দাবি, তার বংশীয় সাদ্দাম সিকদার, লিটন সিকদার, মজিদ সিকদার, রুহুল সিকদার, মোশারফ আহত হয়েছে। হামলায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। গুরুতর অবস্থায় ৫জনকে কোটালীপাড়া ও আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় উভয়পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হলে থানার ওসি মো. সাজ্জাদ হোসেন শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আগৈলঝাড়ায় পুকুর থেকে চুরি করে লুকিয়ে রাখা মালামাল উদ্ধার
বরিশালের আগৈলঝাড়ায় একটি পুকুর থেকে বিভিন্নস্থানের চুরি যাওয়া বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় মালামাল উদ্ধার করেছে স্থানীয়রা।
বাগধা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য সাইদুল ইসলাম জানান, ওই এলাকার স্কুল সংলগ্ন যৌথ মালিকানার একটি পুকুরে গতকাল শুক্রবার দুপুরে একটি হ্যাজাক লাইট ভাসতে দেখে তাকে খবর দেয়া হয়। পরে তিনি পুকুরে লোকজন নামিয়ে কাঁসা-পিতলের থালা, কলসীসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, সাইকেল, মোটরসাইকেলের অংশ বিশেষ উদ্ধার করা হয়। বিষয়টি থানাকে জানানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ একই গ্রামের আজিজ ভাট্টির মাদকাসক্ত বখাটে ছেলে জসীম ভাট্টি বিভিন্নস্থানে চুরি করে মালামালগুলো পুকুরে লুকিয়ে রেখেছিল। হ্যাজাক লাইটে বাতাস থাকায় তা ভেসে উঠায় ঘটনা ধরা পরে। স¤প্রতি স্থানীয় ফারুকের বাড়িতে চুরি হলেও সে জানিয়েছে, পুকুরে পাওয়া চুরি করা ওই মালামালের মধ্যে তার কোন মালামাল নেই। এগুলো অন্যস্থানের অন্য মানুষের হতে পারে।