মো. মোস্তাফিজুর রহমান বেতাগী(বরগুনা) : বেতাগী প্রেস ক্লাবের সাবেক সদস্য প্রবাসী সাংবাদিক রিয়াজ হোসেন বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিযেশনে (বিওজেএ)’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর অভিজাত এলাকা নিকুঞ্জের জামতলায় বিওজেএ সেন্ট্রাল অফিসে ইটালী প্রবাসী সাংবাদিক রিয়াজ হোসেন বিওজেএ নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি ইতালী বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাভিশন, বাংলাদেশ প্রতিদিন, নিউজ এজেন্সী টোয়েন্টিফোর.কম ও আমাদের বরিশাল ডট কমের ইতালী করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংগঠনের প্রেসিডেন্ট জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওজেএ’র ভাইস প্রেসিডেন্ট সীমান্ত আরিফ, সেক্রেটারী জেনারেল রিবেল মনোয়ার, কান্ট্রি অর্গানাইজিং সেক্রেটারী এম ইবরাহীম সরকার, কমিউনিকেশন সেক্রেটারী আরাফাত মাহমুদ প্রমুখ। অনুষ্টানে বক্তব্য রাখেন এম এন এ সিদ্দিকী মানু, আলী হোসেন বাবু, খালিদ মিঠু, মাহফুজুর রহমান, সাইফুল আরিফ জুয়েল। রিয়াজ হোসেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় বেতাগী প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক সমিতি ও সাপ্তাহিক বিষখালী এবং বাংলা প্রেসক্লাব ইতালীর পক্ষ থেকে তাকে অভিন্দন জানিয়েছেন।