এম.আবদুল্লাহ আনসারী.পেকুয়া (কক্সবাজার) : পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনের আগের রাতেই কেন্দ্রে কেন্দ্রে সরকার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদের স্বশস্ত্র কর্মীরা বি.এন.পি সমর্থিত প্রার্থী শাফায়েত আজিজ রাজুর কর্মীদের এলাকায় এলাকায় গিয়ে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করছে। টইটং বটতলী শফিকিয়া মাদ্রসা কেন্দ্রের পাশে দা বাহিনীর সদস্যরা প্রকাশ্যে অস্ত্র উচিয়ে বি.এন.পি ছাত্রদলের নেতাকর্মীদের বাড়ী বাড়ী গিয়ে ও নির্বাচনী অফিসে গিয়ে হুমকি দিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে হামলা চালায়। এঘটনায় ছাত্রদল সভাপতি এনাম ও সেক্রেটারী ইমন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা ও বি.এন.পি নেতাকর্মীরা জানাযায়, টইটং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ও দা বাহিনীর কমান্ডার খ্যাত ডাকাত নাছির স্বশস্ত্র লোকজন নিয়ে মহড়া দিয়ে বটতলী শফিকিয়া মাদ্রাসা এলাকায় ইউনিয়ন বি.এন.পির সভাপতি মাষ্টার জয়নাল সহ নেতাকর্মীদের ধাওয়া করে। ওই এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। এব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্ণিং কর্মকর্তা মীর শওকত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর পর ফোর্স পাঠানো হয়েছে। বি.এন.পির সমর্থিত প্রার্থীর সমন্বয়কারী মুজিবুল হক চৌধুরী বলেন, প্রত্যেক এলাকায় আওয়ামীলীগের ক্যাডাররা বি.এন.পির সমর্থিত প্রার্থীর এজেন্ট ও কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। এবং বি.এন.পি অধ্যূষিত কেন্দ্রে ষড়যন্ত্র করে ঘটনা করে ভোট গ্রহণে ভিঘœ ঘটার জন্যে এসব কর্মকান্ড করছে।
পেকুয়ায় রাতের আধারে সরকারীদলের ইচ্ছা মাফিক প্রিসাইডিং অফিসার পরিবর্তনের অভিযোগ
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা পরিষদের নির্বাচনের সব প্রস্তুতি ঠিক করে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী প্রেরণ সহ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের কাছে যাবতীয় কাগজপত্র প্রেরণের পর রাতের আধারে সরকারী দলের সাথে আতাত করে আবারো ৫ জন প্রিসাইডিং অফিসার পরিবর্তন করার অভিযোগ পাওয়া গেছে। জানাযায় পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্ব পালনকারী প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগের সময় আওয়ামীলীগ বি.এন.পির পক্ষ থেকে সরাসরি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ব্যক্তিকে দায়িত্ব দেয়ার অভিযোগ তুললে পেকুয়া নির্বাচন কমিশন অফিস ক্ষমতাসীন আওয়ামীলীগের দাবী পুরন করলেও বি.এন.পির পক্ষ থেকে দাবী উঠা ব্যক্তিদের ঠিকই রেখে দিয়ে চুড়ান্ত চিঠি দায়িত্ব প্রাপ্তদের কাছে প্রেরণ করেন। ২৫ ফেব্রæয়ারী অফিস সময়ের ভিতর ৩৮ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সরকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের চৃড়ান্ত তালিকা প্রণয়ন করে স্ব স্ব ব্যাক্তিদের কাছে চিঠি পাঠিয়ে দিলেও ২৬ ফেব্রæয়ারী সকাল ১১টার দিকে প্রকাশ হয় ১ নং (গোয়াখালী সরাকারী প্রাথমিক বিদ্যালয়) কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত টইটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলামের স্থলে সহকারী উপজেলা শিক্ষা অফিসারবে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, ১৭ নং কেন্দ্রে(পশ্চিম টইটং নাপিত খালী সরকারী প্রাথমিক বিদ্যালয়) রাজাখালী বি.ইউ.আই ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হলেও তার স্থলে জনতা ব্যাংক পেকুয়া শাখার ই.ও কে নিয়োগ দেয়া হয়। একই ভাবে ২০ কেন্দ্রে (বনকানন এশায়াতুল উলুম মাদ্রাসা কেন্দ্রে প্রিসাইডিং অফিসার রাজাখালী বি.ইউ.আই ফাজিল মাদ্রাসার প্রভাষক আজিজুল হকের স্থলে ব্র্যাক শিক্ষা বিপিএস পেকুয়ার সিনিয়র ব্যবস্থাপক প্রমেশ্বর চাকমাকে নিয়োগ দেয়া হয়। ২৪ নং কেন্দ্রের(পূর্ব উজানটিয় সরকারী প্রাথমিক বিদ্যালয়) প্রিসাইডিং অফিসার বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের স্থলে ব্র্যাক পেকুয়া শাখার সিনিয়র ম্যানেজার পিপি মোসলেম উদ্দিনকে নিয়োগ দেয়া হয়েছে। পূর্বে থেকে দায়িত্ব প্রাপ্তদের সাথে কথা বলে জানাযায় তারা নিয়োগ পত্র পেয়ে সরঞ্জাম বুঝে নিতে উপজেলা নির্বাচন অফিসের গেলে তাদের পরিবর্তে অন্য প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে উল্লেখ করেন। আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাফায়েত আজিজর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মুজিবুল হক চৌধুরী বলেন, ক্ষমতাসীনদের কথা মতো উপজেলা নির্বাচন অফিস প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারের তালিকা পরিবর্তন করে একপেশে ভুমিকা রাখায় কোন প্রকার অনাকাংখিত ঘটনার জন্য প্রশাসনই দায়ী থাকবে। তিনি আরো অভিযোগ করেন, প্রশাসন আনারস প্রতীকের পক্ষের লোকদের যুক্তি সঙ্গত কোন অভিযোগ না শুনে সম্পূর্ণ পক্ষপাতমুলক ভূমিকায় অবতীর্ণ হয়েছে এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।