মো. আমিরুজ্জামান, নীলফামারী : দ্বিতীয় দফায় আজ বৃহস্পতিবার নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখানে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। উপজেলার ৭৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহিৃত করেছে পুলিশ প্রশাসন। কিশোরীগঞ্জ উপজেলার ১ লাখ ৬৫ হাজার ৯৫৪ জন ভোটারের মধ্যে ৮২ হাজার ১১৮ জন পুরুষ ও ৮৩ হাজার ৮৩৬ জন মহিলা ভোটার রয়েছে। রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) এসএএম রফিকুন্নবী জানান, সুষ্ঠু ও নির্বিঘেœ ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্ততি গ্রহণ করা হয়েছে। আইনশৃংখলা রক্ষায় পুলিশের পাশাপাশি রয়েছে র্যাব ও সেনাবাহিনী মোতায়েন। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম কাজ করছে সার্বক্ষণিক।