ads

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নীলফামারীতে প্রার্থীরা প্রতীক পেয়ে জোরেশোরে মাঠে নেমেছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৭, ২০১৪ ১:১৬ অপরাহ্ণ

Nilphamari__District_Map_Bangladesh-3মো. আমিররুজ্জামান, নীলফামারী : তৃতীয় দফা উপজেলা নির্বাচনে নীলফামারী সদর উপজেলার প্রতিদ্ব›িদ্ব প্রার্থীরা প্রতীক পেয়ে জোরেশোরে মাঠে নেমেছেন। ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। ছুটাছুটি করছেন ভোটারদের ঘরে ঘরে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় উপজেলা নির্বাচন দলীয় ব্যানারে না হলেও দলীয় প্রভাব পড়েছে প্রচন্ডভাবে। আওয়ামী লীগ- বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের পছন্দমত প্রার্থী দিয়েছেন। প্রার্থীদের কর্মী- সমর্থকরাও সমাবেশ- মিছিলের মাধ্যমে সাধারণ ভোটারদের সমর্থন আদায়ে কাজ করছেন। যে কারণে ভোটারদের মাঝেও নির্বাচন নিয়ে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এখানে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থাীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আবুজার রহমান (আনারস), বিএনপির শামসুজ্জামান জামান (কাপ-পিরিচ), জাপার জয়নাল আবেদীন (মোটর সাইকেল), জাপার আরেক প্রার্থী সাজ্জাদ পারভেজ ( ঘোড়া), বিএনপির বহিস্কৃত নেতা ফরহানুল হক ( দোয়াত- কলম), জামায়াতের খায়রুল আনাম ( টেলিফোন) ও খেলাফত মজলিশের মাহবুব আলী শাহ ( হেলিকপ্টার)। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের নাহিদুল ইসলাম নিক্সন (চশমা), বিএনপির প্রবীর গুহ রিন্টু (টিয়াপাখি), বিএনপির আরেক প্রার্থী কাজী আক্তারুজ্জামান জুয়েল ( বই), কৃষক জনতা লীগের আতাউর রহমান বাবু ( তালা) জামায়াতের মোকাররম হোসেন সাঈদী ( টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আরিফা সুলতানা লাভলী ( ফুটবল), বিএনপির নাসরিন আক্তার (পদ্মফুল), স্বতন্ত্র প্রার্থী শিরিণ নূর রিক্তা (প্রজাপতি)। এখানে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৩৭ হাজার ৩৬৪ জন। ১১৯ ভোট কেন্দ্র ও ৭৩০টি ভোট কক্ষে এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামি ১৫ মার্চ।

সৈয়দপুরে পিকনিকের বাসের ছাদ থেকে পড়ে বাবুর্চির মৃত্যু

Shamol Bangla Ads

নীলফামারীর সৈয়দপুরে পিকনিক বাসের ছাদ থেকে পড়ে আজাদ (৪২) নামে এক বাবুর্চির ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় বিমানবন্দর সড়কের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত আজাদ সৈয়দপুর পৌর এলাকার উত্তরা আবাসন এলাকার বাসিন্দা। জানা যায়, সৈয়দপুর তুলশিরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওইদিন দিনাজপুরের স্বপ্নপুরীতে বার্ষিক বনভোজনে যায়। সন্ধ্যায় ফিরে আসার সময় পিকনিকের একটি বাস (এনজি পরিবহন) সৈয়দপুর শহরের বিানবন্দর সড়ক দিয়ে স্কুলে ফিরছিল। এসময় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সামনে বাসটি এলে ছাদে থাকা বাবুর্চি আজাদ গাছের ডালে আঘাত পেয়ে সড়কে ছিটকে পড়ে। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু ঘটে।

জলঢাকার কৈমারী ইউপি চেয়ারম্যান রাষ্ট্রীয় সফরে ইন্দোনেশিয়া যাচ্ছেন

রাষ্ট্রীয়ভাবে শিক্ষা সফরে ইন্দোনেশিয়া যাচ্ছেন নীলফামারীর জলঢাকার কৈমারী ইউপি চেয়ারম্যান কোহিনুজ্জামান লিটন। ২৮ ফেব্র“য়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এ শিক্ষা সফরে বাংলাদেশের নির্বাচিত ১৬ জন ইউপি চেয়ারম্যান অংশগ্রহণ করতে যাচ্ছেন। এ সফরে চেয়ারম্যানগণ ইন্দোনেশিয়ার স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন অনুকরণীয় উদ্যোগ সম্পর্কে ধারণা লাভ করবেন। উলে¬খ্য, প¬্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে ইউপি কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন এবং শিশু বিয়ে বন্ধে কৈমারী ইউপির নানা উদ্যোগ ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে কোহিনুজ্জামান লিটন বলেন, ইন্দোনেশিয়া সফরের অভিজ্ঞতার আলোকে কৈমারী ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই।

Shamol Bangla Ads

কিশোরীগঞ্জে দরপত্র সমঝোতা করতে গিয়ে হুইপের বড় ভাই লাঞ্ছিত

নীলফামারীর কিশোরীগঞ্জে এলজিইডির প্রায় ৫ কোটি টাকার একটি টেন্ডার সমঝোতা করতে গিয়ে বুধবার এমপি ও হুইপের বড় ভাইকে পেটালো টেন্ডারবাজরা। কিশোরীগঞ্জ এলজিইডির ২০১৩-১৪ অর্থবছরে ২নং নোটিশে ৪টি গ্র“পের জন্য প্রায় ৫ কোটি টাকার দরপত্র আহবান করে উপজেলা প্রকৌশল দপ্তর। ওইদিন ১টা পর্যন্ত ছিল টেন্ডার ড্রপিংয়ের শেষ সময়। সকাল থেকেই টেন্ডারবাজরা দরপত্র সমঝোতা করার জন্য তৎপর হয়ে উঠে। তাদের পেটোয়া বাহিনী কিশোরীগঞ্জ এলজিইডির বারান্দায় মহড়া দিতে থাকে। দুপুর সাড়ে ১২টায় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরীর বড় ভাই ও সৈয়দপুর সুফিয়া কন্সট্রাকশন’র স্বত্বাধিকারী শামীম চৌধুরী দরপত্র ড্রপ করতে গেলে টেন্ডারবাজরা তাকে বাঁধা দেয় এবং এলোপাথারি কিলঘুষি মারে। এসময় জাতীয় পার্টির ক’জন নেতা-কর্মী এগিয়ে গিয়ে তাদের নিবৃত করে। এসময় তার পরিচয় জানাজানি হলে টেন্ডারবাজরা বিপাকে পড়ে। এ ব্যাপারে কিশোরীগঞ্জ এলজিইডির প্রকৌশলী শাহম্মা. আশরাফ উদ্দিন জানান, টেন্ডার ড্রপিংয়ের সময় সামান্য জটলা দেখেছি কেউ লাঞ্ছিত হওয়ার ঘটনা জানা নেই।

সৈয়দপুর বিএনপি’র কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে

নীলফামারী সৈয়দপুর বিএনপি রাজনৈতিক জেলা শাখার কমিটি ভেঙ্গে দিয়ে কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। বুধবার রাতে দলের এক সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে যায়। এতে দলের মধ্যে দেখা দেয় নানা সন্দেহ ও অসন্তোষ। উপজেলা নির্বাচনে ব্যর্থতা কাঁধে নিয়ে দলের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার গত ২০ ফেব্রƒযারি সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেন। এর ফলে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলের মধ্যে বিশৃংখলা দেখা দেয়। এ অবস্থায় দলের এক সভায় রাজনৈতিক জেলা শাখার কমিটি ভেঙ্গে দেয়া হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!