নরসিংদী প্রতিনিধি : ৬ জন চেয়ারম্যান ও ১৪ জন ভাইস ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থীর প্রতিদ্ব›দ্বীতা এবং কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
ভোট গ্রহণ চলাকালে বিকেল সাড়ে ৩ টায় মজলিশপুর ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় বাব্বী খান নামে এক জাল ভোটারকে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা। শিমুলিয়া ও মজলিশপুর ভোট কেন্দ্রের বাইরে নিরিহ ভোটারদের উপর পুলিশের বেপরোয়া লাঠি চার্জের অভিযোগ পাওয়া গেছে। সেখানে পুলিশের এলোপাতারি লাঠি চার্জে অন্ততঃ ৩০ ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে শিমুলিয়া ভোট কেন্দ্রের বাইরে পুলিশের লাঠিতে চান মিয়া নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে এবং শিমুলিয়া কেন্দ্রে আমাল, মিয়ার উদ্দিন, ঝালমুড়ি বিক্রেতা ইকবালসহ অন্ততঃ ৩০ ব্যক্তি আহত হয়েছে। পুলিশের এই লাঠি চার্জের পরে শিমুলিয়া ভোট কেন্দ্রটি ঘন্টাখানেকের জন্য ভোটার শূন্য হয়ে পড়ে। ১ ঘন্টা পর পরিস্থিতি শান্ত হলে ভোটাররা ভোট দিতে আসে। তবে ভোটারদের উপস্থিতি আর পূর্বের মত হয়নি।
এদিকে উপজেলার মোট ৭৭টি ভোট কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৯২ হাজার ২৪৫ জন ভোটার তাদে প্রতিনিধি নির্বাচনের কথা থাকলেও সে ক্ষেত্রে ভোট প্রয়োগ করেছে অর্ধেকের চেয়ে কিছু বেশী ভোটার। উপজেলার মোট ৯টি ইউনিয়নের ভোট কেন্দ্রগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করে কোন কেন্দ্রেই ভোটারদের সরব অংশগ্রহন লক্ষ করা যায়নি। অনেক কেন্দ্রে কোন ভোটার দেখা যায়নি। কোন কোন কেন্দ্রে ২/১টি মহিলা ভোটারের সারি দেখা গেলেও পুরুষ ভোটারের কোন সারি কোথাও দেখা যায়নি। অনেক কেন্দ্রের বুথ গুলোতে পুলিং অফিসারদেরকে অবসর বসে থাকতে দেখা গেছে। অনেক কেন্দ্রে দুপুর ১২ টা পর্যন্ত ২৫ ভাগ ভোট প্রয়োগ হয়েছে। কিছু কিছু কেন্দ্রে বুথের ভিতর অনেকটা বিশৃংখল অবস্থা পরিলক্ষিত হয়েছে। এসব বুথগুলোতে একাধিক ভোটার একসাথে ঢুকে ভোট প্রয়োগ করতে দেখা গেছে।