কুষ্টিয়া প্রতিনিধি : দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসায়ী ও বিজিবি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে বিজিবি সদস্যরা অন্তত ১৪ রাউন্ড গুলি বর্ষন করেছে। এ ঘটনায় এক বিজিবি সদস্যসহ ৩জন আহত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার প্রাগপুর ইউপি’র পাকুড়িয়া-ভাংগাপাড়া সীমান্ত এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, পাকুড়িয়া-ভাংগাপাড়া সীমান্ত এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ছয়েন উদ্দিনের ছেলে লাবু (৩২) ও তার ভাতিজা আশিক (১৫)-এর নেতৃত্বে মাদক পাচারকারী চক্র মাদক পাচার করছে এমন গোপন সংবাদ পেয়ে মহিষকুন্ডি বিজিবি ক্যাম্পের টহল দল সেখানে অভিযান চালায়।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা অজ্ঞাত স্থানে মাদক লুকিয়ে রেখে পাকুড়িয়া-ভাংগাপাড়া সীমান্তের মাথা ভাংগা নদীর ধারে অবস্থান নেয়। মহিষকুন্ডি বিজিবি কোম্পানীর অধিনায়ক সুবেদার সাখাওয়াত হোসেন মাদক পাচারকারী ও মাদক ব্যবসায়ী লাবু ও তার ভাতিজা আশিকের কাছে পাচার হতে যাওয়া মাদকের বিষয় জানতে চাইলে উল্টো বিজিবি’র উপর চড়াও হয় এবং বিজিবি’র উপর হামলা চালায়।
মাদক ব্যবসায়ীরা নুরুল ইসলাম (৩২) নামে এক বিজিবি সদস্যের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় বিজিবি সদস্যরা মাদক ব্যবসায়ী লাবু ও আশিককে আটক করে বেধড়ক মারপিট করলে অপর মাদক ব্যবসায়ী ও এলাকাবাসী বিজিবি’র উপর চড়াও হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিজিবি সদস্যরা ১৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে জনতাকে ছত্রভঙ্গ করে।
পরে আহত অবস্থায় মাদক ব্যবসায়ী লাবু ও তার ভাতিজা আশিককে ঘটনাস্থলে ফেলে রেখে চলে আসে বিজিবি।
এ বিষয়ে মহিষকুন্ডি বিজিবি কোম্পানীর অধিনায়ক সুবেদার সাখাওয়াত হোসেন জানান, সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীরা বিজিবি’র টহল দলের উপর হামলা চালিয়ে নুরুল ইসলাম নামে এক সৈনিককে মাথায় আঘাত করে আহত করলে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ১৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে বলে তিনি জানান।