জি.এইচ হান্নান, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচন বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। চলছে ভোটগণনা। এদিকে ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চেংগুরিয়া আনছার আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের সমর্থকদের হামলায় অপর চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলমের ৪ সমর্থক আহত হয়েছে। আহতরা হলো দুই সহোদর হুরমুজ আলী ওরফে হুরু মিয়া (৫০), বেলাল (৪৫), সহিদুল (১৯), গোলাম মওলা (৪০)।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেংগুরিয়া আনছার আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলাকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস.এম ওয়ারেজ নাঈম এর আনারস প্রতীকের সমর্থক চেংগুরিয়া কালীবাড়ী এলাকার আ. বারেক মজনু, আঃ কুদ্দুস ও নুরুজ্জামানের নেতৃত্বে ২৫/৩০ জন লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় ভোট কেন্দ্রে প্রবেশ করে জোর করে আনারস প্রতীকে সীল মারতে যায়। এ সময় অপর চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম বাদশার দোয়াত কলম প্রতীকের সমর্থকরা ওই সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারী সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও লাঠি সোটার আঘাতে চেংগুরিয়া গ্রামের মমতাজ আলীর দুই ছেলে হুরমুজ আলী হুরু, বেলাল, হুরু মিয়ার ছেলে সহিদুল ও আবুবক্কররের ছেলে গোলাম মওলা গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বিজেবি ও অতিরিক্ত পুলিশ আনছার আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে পৌছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে ওই ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝিনাইগাতী উপজেলার ৫২টি ভোট কেন্দ্রে ভোট গণনা চলছে।