ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মালিঝিকান্দা আদর্শ কলেজ কেন্দ্র থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫টি রামদা উদ্ধার করেছে। এছাড়া আরও দুটি কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট চলাকালীন সময়ে সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা সশস্ত্র অবস্থায় ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া করে তাদের কাছ থেকে ৫টি রামদা উদ্ধার করে। এদিকে চেঙ্গুরিয়া ভোট কেন্দ্রে সরকার ও বিরোধী দলীয় প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় উভয় দলের অন্তত: ৫ ব্যক্তি আহত হয়। বাতিয়াগাঁও ভোট কেন্দ্রে সরকার দলীয় সমর্থকরা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।