শ্যামলবাংলা স্পোর্টস : আড়াই বছর পর শতক করেও দলকে জেতাতে পারলেন না অধিনায়ক মুশফিকুর রহিম। প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলির শতকে ৬ উইকেটে সহজেই বাংলাদেশকে হারিয়েছে ভারত। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বিরাট কোহলি ও অজিঙ্কে রাহানের দাপুটে ব্যাটিংয়ে ভর করে ১ ওভার বাকি থাকতেই ভারত পৌঁছে গেছে ২৮০ রানের লক্ষ্যে। ১২২ বলে ১৩৬ রান করে আউট হয়েছেন বিরাট কোহলি। আর ৮৩ বলে ৭৩ রানের দারুণ এক ইনিংস এসেছে অজিঙ্কে রাহানের ব্যাট থেকে। আম্বাতি রাইডু (৯) ও দিনেশ কার্তিক (২) অপরাজিত ছিলেন।
বুধবার বেলা ২টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি শুরু হয়। টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
ভারতকে ২৮০ রানের টার্গেট দেয় স্বাগতিক বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বেশ রক্ষণাত্মক কৌশল নেয় ভারত। উদ্বোধনী জুটিতে ব্যাট করছিলেন শেখর ধাওয়ান ও রোহিত শর্মা । ১১.২ ওভারে ভারতের সংগ্রহ যখন ৫০ রান তখন আব্দুর রাজ্জাকের এলবিডব্লিউর ফাঁদে পড়েন শেখর ধওয়ান। ব্যাক্তিগত ২৮ রান করে তিনি সাজঘরে ফেরেন। এরপর দলীয় রান যখন ৫৪ তখন রোহিত শর্মাকে সাজঘরে ফেরান জিয়াউর রহমান। রোহিত শর্মা ২১ রান করেন।
এর আগে অধিনায়ক মুশফিকুর রহিমের শতক আর এনামুল হকের অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারের বাংলাদেশ সংগ্রহ করে ৭ উইকেটে ২৭৯ রান। মুশফিকুর রহিম ৭টি চার ও ২টি ছয়ের সহায়তায় ১১৭ রানে আউট হন। সোহাগ গাজী ৩ ও মাশরাফি মর্তুজা ১ রানে অপরাজিত ছিলেন। ১৮ রান করে সাজঘরে ফিরেছেন জিয়াউর রহমান। এর আগে নাসির হোসেন আউট হন ১ রানে। ১৪ রান সংগ্রহ করে নাঈম ইসলাম সাজঘরে ফেরেন। ৩৭তম ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক। বরুন আরনের বলে সাজঘরে ফেরার আগে ৫টি চার ও ৩টি ছয়ের সহায়তায় ৭৭ রান করেন তিনি। সাজঘরে ফেরার আগে তৃতীয় উইকেটে অধিয়ানক মুশফিকুর রহিমের সঙ্গে ১৩৩ রানের জুটি গড়েন এনামুল। এর আগে ১৩তম ওভারে রবিচন্দ্রন অশ্বিন বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন মমিনুল হক। ৪টি চারের সহায়তায় ২৯ বলে ২৩ রান করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ : ৫০ ওভারে ২৭৯/৭ (এনামুল ৭৭, শামসুর ৭, মুমিনুল ২৩, মুশফিক ১১৭, নাঈম ১৪, নাসির ১, জিয়া ১৮, সোহাগ ৩*, মাশরাফি ১*; সামি ৪/৫০, ভুবনেশ্বর ১/৪১, অশ্বিন ১/৫০, অ্যারন ১/৭৪)
ভারত : ৪৯ ওভারে ২৮০/৪ (রোহিত ২১, ধাওয়ান ২৮, কোহলি ১৩৬, রাহানে, আম্বাতি ৯*, কার্তিক ২*; জিয়া ১/২০, সোহাগ ১/৪৯, রাজ্জাক ১/৫৫, রুবেল ১/৬৩)