মেহের আমজাদ,মেহেরপুর : শেষ হয়েছে মেহেরপুরের গাংনী ও মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। প্রার্থীরা ছুটেছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছেন তারা। বড় দুটি দল আ’লীগ ও বিএনপি নির্বাচনের মাঠে থাকায় প্রচারনা তুঙ্গে উঠেছিলো। সাধারণ ভোটাররা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগনের জন্য যারা কাজ করবেন তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করা হবে।
মেহেরপুর জেলার তিনটি উপজেলার মধ্যে দ্বিতীয় দফায় গাংনী ও মুজিবনগর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এ নির্বাচনে গাংনী উপজেলায় ২ লাখ ৮৫ হাজার ৩৮৫ জন ভোটর তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। যাদের মধ্যে পুরুষ এক লাখ ২ হাজার ২১৯ জন ও মহিলা এক লাখ ৬ হাজার ১৬৬ জন। মুজিবনগর উপজেলায় মোট ৬৯ হাজার ৭৮৯ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। যাদের মধ্যে পুরুষ ৩৪ হাজার ৩০৬ জন ও মহিলা ভোটার ৩৫ হাজার ৪৮৩ জন। দ’ুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। এখন সবখানেই বইছে নির্বাচনী হাওয়া। বড় দুটি দল উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করায় ভোটারদের মধ্যে প্রার্থী নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। যারা জনগনের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি ন্যায় প্রতিষ্ঠা ও সন্ত্রাস দূর করবে এবং মাদকমুক্ত সমাজ গঠনসহ এলাকার উন্নয়ন করবে এমন প্রার্থীকে ভোট দিতে চাইছেন ভোটারা। আইনশৃংখলা স্বাভাবিক থাকলে, নিবিঘেœ ভোট দিতে পারলে সকলে ভোট কেন্দ্রে যাবে এবং পছন্দের প্রার্থীকে ভোট দেবে। বিজয়ীরা যেন জনগনকে সাথে নিয়ে কাজ করেন। সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। প্রতিশ্রুতি নয় প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চাইছেন এবাবের ভোটাররা।
আওয়ামী লীগ মনোনীত গাংনী উপজেলা চেয়ারম্যান প্রার্থী মকলেছুর রহমান মুকুল বলেন, বিজয়ী হলে গাংনী উপ-জেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা হবে। বিএনপি মনোনীত চেয়ানম্যান প্রার্থী মোরাদ আলী জানান, শিক্ষার উন্নয়ন ও সন্ত্রাস দুর করাসহ আইনশৃংখলা পরিস্থিীতি স্বাভাবিক রাখতে কাজ করবেন তিনি। সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন বলেন, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়া। সেই সাথে উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গাংনীবাসীকে উপহার দেবেন বলে জানান।
বিএনপি মনোনীত গাংনী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাইলা আরজুমান বানু জানান, নারী উন্নয়নসহ আইনশৃংখলা স্বাভাবিক রাখতে জনগনের জন্য কাজ করে যাবেন তিনি। আওয়ামী লীগ মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা মমতাজ কাকলি জানান, মাদক মুক্ত সমাজ গড়তে, মেয়েদের বাল্য বিবাহ প্রতিরোধসহ অন্যান্য কাজে নারীদের অংশ গ্রহনের সুযোগ করে দিয়ে নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব।
১৯ দলীয় জোট মনোনীত মুজিবনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম জানান, নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা হামলা অব্যহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে বিজয়ী হবো। আওয়ামী লীগ মনেনীত মুজিবনগর উপজেলা চেয়ানম্যান প্রার্থী জিয়াউদ্দীন বিশ্বাস জানান, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত মুজিবনগর গড়ার জন্য সাধারন জনগনের প্রত্যাশা পূরণে কাজ করে যাব। মুজিবনগর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছকিদা খাতুন জানান, বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী দু’জনই মহিলা। যদি মহিলাদের নিয়ে কোন কাজ করার সুযোগ করে দেওয়া হয় তাহলে আমি সাধারন জনগনের জন্য সব সময় পাশে থেকে কাজ করে যাব।
মেহেরপুরের রিটার্ণিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন জানান, দুটি উপজেলার সকল ভোটার যেন নিবিঘ্নে ভোট দিতে তার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হয়েছে।