কাজী আবু হুরাইরা শিলন, নওগাঁ : আজ বৃহস্পতিবার নওগাঁ জেলায় সদর উপজেলাসহ ৬টি উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে আওয়ামীলীগ বিএনপি জামায়াতসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী অংশ নেয়ায় প্রার্থী, কর্মী সমর্থক সহ সাধারন ভোটারদের মাঝে শেষ মহুর্তে ব্যাপক ভোট উৎসবের আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। ৬টি নির্বাচনী এলাকায় প্রতিক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় স্থানীয় হাট-বাজার এবং গ্রামগঞ্জ উৎসব মুখর হয়ে উঠেছিল। মাইকে মাইকে প্রচারের পাশপাশি পোষ্টার ও ব্যানারে ব্যানারে পাল্টে গিয়েছিল এগুলো উপজেলার বিভিন্ন রাস্তাঘাট সহ হাট-বাজার ও মোড়ের চিত্র। ৬টি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির ১০ জন, আওয়ামীলীগের ১১ জন, জামায়াতের ২ জন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ২জন প্রার্থী ও জাপার ১ জন প্রতিদ্বন্দিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে আ‘লীগের ৮ জন, বিএনপির ৮ জন জামায়াত ২জন ও স্বতন্ত্র ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির ৯ জন, আ‘লীগের ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আজ ৬টি উপজেলা পরিষদ নির্বাচনে কে হবেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। এনিয়ে শেষ সময়ে উপজেলার সবত্র সাধারন ভোটারদের মাঝে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড়। গত ১০ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় দলটির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে এ নির্বাচনে। তাদের দলীয় মনোনিত প্রার্থীকেই বিজয়ী করতে স্বদইচ্ছার কোন ঘাটতি নেই বলে দলটির একাধিক নেতা-কর্মী জানিয়েছেন। ৬টি উপজেলার ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ও নিবিঘেœ ভোটরা যাতে ভোট প্রদান করতে পারে সে লক্ষ্যে শেষ মহুর্তে সকল প্রস্তুতি রয়েছে বলে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ এনামুল হক। র্যাব পুলিশের টহলের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী টহল অব্যাহত রয়েছে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্র টহল দিচ্ছেন এবং ভোটাররা শান্তিপূর্ন ভাবে ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘেœ খোট দিতে পারে। জেলার ৬টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন ২৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ২০জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ নির্বাচনে প্রতিদ্বন্দি করা প্রত্যেক প্রার্থীই নিজেকে সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে দাবি করেছেন সাধারন ভোটারদের কাছে। এখন দেখার বিষয় আজ ৬টি উপজেলার ভোটাররা যোগ্য ব্যক্তি হিসেবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কাকে নির্বাচিত করেন। এ দিকে বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে মূলত এ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দুটি পদে প্রধান দুটি দল আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে।