ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার হতে যাচ্ছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন এব্যাপারে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঝিনাইগাতীতে উপজেলায় মোট ভোটার ১ লাখ ১০ হাজার। ভোট কেন্দ্র ৫২টি। প্রিসাইডিং অফিসার ৩শ ৩৭ জন। সহকারী প্রিসাইডিং অফিসার ৬শ ৭৪জন। পোলিং অফিসার নির্বাচন পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া একজন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রাখা হয়েছে।
নির্বাচন কমিশনার মোখলেসুর রহমান জানান, এ উপজেলায় নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৫ জন উপজেলা চেয়ারম্যান, ৬ জন পুরুষ ভাইস-চেয়ারম্যান ও ৬ জন মহিলা ভাইস-চেয়ারম্যান।