লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ আনোয়ারুল ইসলাম বাবু গতকাল স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসক্লাব হলরুমে মত বিনিময় করেছেন। প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত ওই মত বিনিময় সভায় আনোয়ারুল ইসলাম বাবু ১৪ দফা তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, হাতীবান্ধাকে মাদক ও সন্ত্রাস মুক্ত একটি উন্নয়নমূখী উপজেলা হিসাবে গড়ে তুলতে তার চেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া শিক্ষা সহায়তা তহবিল, জলাবদ্ধতা দুর করণে ড্রেনেজ ব্যবস্থা, ভেজাল রোধে মনিটরিং সেল ও বাল্য বিয়ে বন্ধে ভিন্ন ভিন্ন মনিটরিং সেল তৈরী করা হবে। তিনি উক্ত মতবিনিময় সভায় সকলের সহযোগিতা কামনা করেন।