সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রাম বাজারে আগুনে ভাই ভাই ডেকোরেটরের দোকান পুড়ে মালামাল সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই আগুনের ঘটনা ঘটে। এলাকাবাসীর ধারনা বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
সিংড়া উপজেলার বিনগ্রাম বাজারের ডেকোরেটর ব্যবসায়ী শুকাশ এলাকার জামসেদের ছেলে আব্দুল মজিদ জানান, প্রায় তিন বছর আগে তিনি ব্যবসাটি শুরু করেছিলেন। বাজারের বিভিন্ন দোকানে চুরির ঘটনায় দোকানদারদের সতর্কতার ভিত্তিতে প্রতি রাত ১০ টা থেকে ভোর ৪টা পর্যন্ত ১২-১৫ জনের সমন্বয়ে ৮টি গ্রুপে দোকানদাররা বাজার পাহারা দেয়। মঙ্গলবার রাত আড়াইটার দিকে পাহারাদাররা তার দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে তাকে মোবাইল ফোনে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি দোকানের ব্যবসার পর্দা, থালা, গ্যাস, বালতি,গামলা, ভিআইপি প্লেট, লাইটিং সামগ্রী, প্লাস্টিক চেয়ার ও ৩টি সাউন্ড সিস্টেম পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। এতে তার প্রায় সাড়ে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এলাকাবাসীর ধারনা বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।