সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা ৩৮ বিজিবি‘র আওতাধীন সাত মাইল এলাকা থেকে বিলাশ বহুল একটি পাজারো গাড়ি সহ ৬৫০ বোতল ফেনসিডিল আটক করেছে বর্ডর গার্ড বাংলাদেশ সদস্যরা। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সাতমাইল এলাকা থেকে ফেনসিডিলসহ ওই পাজেরো গাড়িটি আটক করা হয় । তবে বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।
বর্ডার গার্ড বাংলাদেশ সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ইমাম আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিওপির নায়েক সুবেদার বেলালের নেতৃত্বে বিজিবি সদস্যরা গাড়িটি ধাওয়া করলে চোরাকারবারীরা সাতমাইল এলাকায় গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ৬৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, উক্ত পাজারো গাড়ি সহ ফেন্সিডিলের মুল্যে প্রায় ৭৫ লাখ টাকা ।
দৈনক পত্রদূত ও মানবজমিন পত্রিকার সাংবাদিক ইয়ারব হোসেন হত্যা প্রচেষ্টা সহ একাধিক মামলার আসামি গোপন সভা করার সময় শিবির সভাপতি গ্রেপ্তার
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পত্রদূত পত্রিকার সহ-সম্পদক ও দৈনিক মানব জমিনের প্রতিনিধি ইয়ারব হোসেন হামলা ও হত্যা প্রচেষ্টা মামলার অন্যাতম আসামি শিবির ক্যাডারকেে গ্রপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিন দেবনগর এলাকা থেকে গোপন মিটিং করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।এ সময় পুলিশ তার কাছ থেকে বিভিন্ন কাগজপত্র উদ্ধার করেছে।
অভিযোগ উঠেছে জামাত শিবিরের গোপন মিটিং করার সংবাদ পুলিশকে জানানো হয়। পুলিশকে জানানোর প্রায় ২ ঘন্টা পর পুলিশ ঘটনা স্থালে যায়।
গ্রেপ্তারকুত আসামির নাম সুরুজ (২৪)। সে সাতক্ষীরা সদর উপজেলার উত্তর দেবনগর গ্রামের জাফোর আলির ছেলে। গ্রেপ্তারকুত সরুজ লাবসা ইউনিয়ান শিবিরের সভাপতি। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, সেনা সদস্যসোর উপর হামলা,গাড়িতে আগুন,সিরাজ হত্যা, মাধপকাঠির হাামিদ হত্যা, ও সাংবাদিক ইয়ারব হোসেনের উপর হামলা মামলার অন্যাতম আসামি।
একটি দায়িত্বশীল সুত্র জানান গ্রেপ্তারকুত শিবির নেতা সরুজ, সুজন, আজি, মধু ডাকাত,টিংকু,মন্টু হাজিপুর এলাকার রবিউল মেম্বার, বল¬ী মাধ্যামিক বিদ্যালয়ের শিক্ষক একাধিক মামলার আসামি মুকুল , ১১ মামলার আসামি মুকুলসহ ২০-২৫ জন জামাত শিবিরের নেতা কর্মী দক্ষিন দেবনগর গ্রামের ইউনিয়ান পরিষদ সংলগ্ন একটি মসজিদে গতকাল বিকেলে গোপন মিটিং করছিলেন। মিটিং এর খবর গ্রামবাসিরা সদর থানার পুলিশকে খবর দেন। গ্রামবাসিদের আভিযোগ পুলিশকে খবর দেওয়ার ২ ঘন্টা পর পুলিশ ঘটনস্থালে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান,গোপন সংবাদের ভিত্ততে বিকেলে সাংবাদিক ইয়ারব হোসেন হত্যা প্রচেষ্টা মামলার আসামি সাতক্ষীরা সদর উপজেলা শিবির নেতা সুরুজকে গ্রেপ্তার করা হয়। তার বাুিড় দেবনগর গ্রামে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা,হত্যা, আগুন দেওয়া, গাছ কেটে সড়ক অবরোধ,পুলিশের উপর হামলা ও নাশকাতা ঘটনানোর একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের প্রাথমিক জিঞ্জসাবাদে গুরুত্বপুর্ন তথ্য দিয়েছে। তার কাছ থেকে বিভিন্ন ধরনের কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন সাতক্ষীরা তজুলপুরের গ্রামের বাড়ি থেকে পেশাগত কাজে সাতক্ষীরা শহরে আসছিলেন। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে পথিমধ্যে দেবনগর এলাকায় মটর সাইকেল থেকে নামিয়ে জামায়াত-শিবির কর্মীরা তাকে বেধড়ক মারপিট করে। এতে তিনি মাথায় একাধিক স্থান জখম হন। তার ডান পা ও হাত ভেঙ্গে দেওয়া হয়। মৃতভেবে তাকে দেবনগর সরকারি প্রাইমারী বিদ্যালয়ের সামনে ফেলে রেখে যাওয়া হয়। পরে যৌথবাহিনীর সহযোগিতায় স্থানীয় মানুষ ও সাংবাদিকরা ইয়ারব হোসেনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত গত ৬ জানুয়ারি তিনি হাসপাতাল ত্যাগ করেন। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
সাতক্ষীরার কেড়াগাছি সীমান্ত থেকে ৬ টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক
সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত থেকে ভারতে পাচারকালে ছয়টি স্বর্ণের বারসহ (৬০ ভরি) এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি মটর সাইকেলও উদ্ধার করা হয়। আটক চোরাকারবারীর নাম জাকির হোসেন (২৭)। সে কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের রমজান আলীর ছেলে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেড়াগাছি সীমান্তের একটি বলফিল্ড এর পাশে রাস্তার উপর থেকে স্বর্ণের বারসহ উক্ত স্বর্ণ চোরাকারবারীকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, জাকির হোসেন সকালে একটি মোটরসাইকেল যোগে স্বর্ণের বারগুলো নিয়ে ভারতীয় সীমান্তে যাওয়ার সময় বিজিবি সদস্যরা সীমান্তের কেড়াগাছি এলাকা থেকে তাকে আটক করে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমাম আহসান এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির সুবেদার ফয়েজ উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা ছয়টি সোনার বার ও একটি মটর সাইকেলসহ স্বর্ণ চোরাকারবারী জাকিরকে আটক করে। তিনি আরো জানান, আটককৃত স্বর্ণের বারের মূল্য ৩০ লাখ টাকা।