ইয়ানুর রহমান (যশোর) : সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিনের গাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। চালকের বুদ্ধিমত্তার কারণে এ যাত্রা বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি। বুধবার যশোর জেলার ঝিকরগাছায় বেলা ২টার সময় ঘটনাটি ঘটে।
সাংসদের ল্যান্ড ক্লুজার গাড়ির চালক ছলেমান হোসেন জানান, বুধবার বেলা ২টার দিকে যশোর থেকে শার্শা আসার পথে ঝিকরগাছা পুজামন্ডপের কাছে পৌছালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলামের পৌষ্য সন্ত্রাসী রাজুর নেতৃত্বে ৬/৭জন আমাদের গাড়ির গতিরোধ করে। এসময় তারা হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গাড়ির পিছনে অংশ ভাংচুর করে। সেখান থেকে কোন রকম জীবন বাঁচিয়ে শার্শা থানায় আসি।
সাংসদ আলহাজ শেখ আফিল উদ্দিন বলেন, সন্ত্রাসী রাজুর নেতৃত্বে ৬/৭জন আমাদের গাড়ির গতিরোধ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার চেষ্টা চালায়।
এমপির সঙ্গে থাকা একমাত্র সঙ্গী শার্শা উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের রবিউল সরদারের ছেলে রাজু একজন কুখ্যাত সন্ত্রাসী। ইতি পূর্বে সে কয়েকবার থানা পুলিশের হাতে অস্ত্র সহ আটক হয়। দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় ঝিকরগাছার পৌর মেয়র কামাল পাশা জামালের বাড়িতেও সে হামলা চালিয়েছিল।
শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন, ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং সন্ত্রাসীদের আটকের দাবিতে বিকেল ৪টায় আওয়ামীলীগের উদ্দ্যগে শার্শা বাজারে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ ব্যাপারে শার্শা থানার ওসি পরিদর্শক আহমেদ কবির হোসেন বলেন, যেহেতু ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা থানা এলাকায় তাই ওই থানাই মামলা হবে।
এ সংবাদ লেখার সময় শেখ আফিল উদ্দিন শার্শা থানায় অবস্থান করছিলেন।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার সৈয়দ কামরুজ্জামান ওসি বলেন, সন্ত্রাসী রাজুকে আটকের চেষ্টা চলছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, শার্শায় উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মান্নান মিন্নু ও ঝিকরগাছা উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলামকে জয়ী করাতে তাদের পৌষ্য সন্ত্রাসীরা আতঙ্ক সৃষ্টি করতে সন্ত্রাসীর পথ বেছে নিয়েছে।
উলেখ্য, গত ২৪ফেব্র“য়ারী রাত ৮ চেয়ারম্যান কামালসহ ৫আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর বোমা ও গুলিবর্ষন করে গুরুতর জখম করে।