শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী পৌর সভাধীন ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ বিলাল হোসেনকে চিকিৎসার নিমিত্তে দু’লক্ষ টাকার চেক মঞ্জুর করেন। ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিলালের চাচা মাছুদুর রহমান লাজু’র মাধ্যমে চেকটি উত্তোলন পূর্বক পরদিন শ্রীবরদীর উপজেলা আ’লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা সাহেবের নিজ বাড়িতে গমন করে আনুষ্ঠানিক ভাবে চেকটি প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়। চিকিৎসা সহায়তার এই চেকটি মঞ্জুরের ক্ষেত্রে হাসপতাল কর্তৃপক্ষের পাশাপাশি সহযোগী অধ্যাপক (নিটোর) জাহাঙ্গীর আলম ও ডা. জুলফিকার আলীর গুরুত্বপূর্ন অবদান রাখেন। উলেখ্য- ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে বিলাল পোড়াগড়ের বাড়ি হতে নৌকা প্রতিকের নির্বাচনী এজেন্ট হিসেবে তাতিহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ কেন্দ্রে সকাল ৮ টায় আসার পথে ব্রিজের নিকট উৎপেতে থাকা জামায়াত-শিবিরের ক্যাডাররা বিলালকে ঘেরাও করে দেশীয় ধারালো অস্ত্রদ্বারা শরীরের বিভিন্ন অংশে কাটা রক্তাক্ত জখম সহ দু’পায়ের রগ কর্তন করায় রক্তাক্তবস্থায় শ্রীবরদী সরকারি হাসপাতাল হতে পর্যায় ক্রমে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ প্রেক্ষিতে বিলাল বাদী হয়ে সন্ত্রাসীদের বিরোদ্ধে মামলা রুজু করায় বিচারাধীন আছে। ৫ ফেব্র“য়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাছিমসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ নির্বাচন-নির্বাচন পরবতীতে সহিংস ঘটনায় আহতদের পঙ্গু হাসপাতালে দেখতে গেলে বিলালের সাথেও সাক্ষাতে কূশল বিনিময় হয়। তার অবস্থা দেখে প্রধান মন্ত্রী আবেগে আপ্লুত হন। বিলালের দেশে কিংবা বিদেশে চিকিৎসার জন্য নিজ তহবিল হতে দু’লক্ষ টাকা আর্থিক সহায়তার হাত প্রসারীত হওয়ায় এই সুবিধা অর্জন করেন আহত বিলাল। এই অবদানের জন্য স্থানীয় সংসদ সদস্য এ.কে এম ফজলুল হক জেলা ও উপজেলা আ’লীগ নেতৃবৃন্দসহ মহান স্বাধীনতার স্বপক্ষের যোদ্ধারা প্রধান মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।