স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা ছাত্রলীগের সাবেক কোষাধ্যক্ষ শহীদ আব্দুর রশিদের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৬ ফেব্রুয়ারী বুধবার দিনব্যাপী শহীদ আব্দুর রশিদ একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল শহীদ আব্দুর রশিদ মেমোরিয়াল একাডেমী ভবনে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারন, রশিদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ, শোকর্যালি, কবর জিয়ারত, একাডেমী মিলনায়তনে স্মরণসভা ও মিলাদ মাহফিল।
![Shamol Bangla Ads](https://shamolbangla24.com/wp-content/uploads/2024/01/Ad-1-scaled.jpg)
পারিবারিকভাবে আয়োজিত ওইসব কর্মসূচিতে জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট আব্দুল হালিম, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, আওয়ামীলীগ নেতা সাবেদ আলী মাস্টার, সিরাজ আলী মাস্টার, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, প্রবীণ শিক্ষাবিদ মুহাম্মদ মুহসীন আলী, শহীদ আব্দুর রশিদ মেমোরিয়াল একাডেমী ও আব্দুর রশিদ কমার্স কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উলে¬খ্য, ১৯৯৬ সনের ২৬ ফেব্রুয়ারী তৎকালীন সরকার বিরোধী আন্দোলনে প্রতিপক্ষের গুলিতে রশিদ নিহত হন।
![](https://shamolbangla24.com/wp-content/uploads/2023/11/final01.gif)