শেরপুর থেকে জিএইচ হান্নান : শেরপুর সদর উপজেলায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি বসতঘর ও ঘরের আসবাবপত্রসহ মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। ২৬ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১টার দিকে উপজেলার চরশেরপুর ইউনিয়নের মধ্যদড়িপাড়া গ্রামে ওই অগ্নিকান্ড ঘটে। এতে করে ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার চরশেরপুর মধ্যদড়িপাড়া গ্রামের কৃষক জুমর আলীর বসতঘর থেকে ওইদিন দুপুরে বিদ্যুতের সর্টসার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। এসময় মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে জুমর আলীর ঘরে রক্ষিত ২ লক্ষ টাকাসহ অন্যান্য ১৩টি ঘরের আসবাবপত্র ও মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর পূর্বেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ক্ষতিগ্রস্থদের কান্নায় ও আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।