রাঙামাটি প্রতিনিধি : ২৫ ফেব্রুয়ারিকে পিলখানা শহীদ সেনা দিবস ঘোষণা করে রাষ্ট্রীয় মর্যাদায় শোক দিবস পালনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে রাঙামাটির সাধারণ জনগণ।
মঙ্গলবার রাঙামাটিতে পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনার ৫ম বার্ষিকীতে নিহত ৫৭ জন সেনা কর্মকর্তাদের স্মরণে আয়োজিত এক মানববন্ধন থেকে ওই দাবি জানানো হয়।
বিডিআর বিদ্রোহ ঘটনার ৫ম বার্ষিকীতে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেশ প্রেমিক জনগণের ব্যানারে নানা শ্রেণী পেশার মানুষ ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপি নেতা ও সাবেক সেনা কর্মকর্তা লে.কর্নেল (অব) মনিষ দেওয়ান, জেলা ছাত্রদল সভাপতি আবু সাদাৎ সাায়েম, বিএনপি নেতা জসিম, ছাত্রদল নেতা মো.কামাল, নগর ছাত্রদলের সহ-সভাপতি তারেক আহমেদ প্রমুখ। বিডিআর বিদ্রোহ ঘটনায় শহীদ ৫৭জন সেনা কর্মকর্তার আত্মারশান্তি কামনা করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে এ হত্যাকান্ডের বিচার দাবি করেন বক্তারা।