লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সংস্কৃতিকর্মীদের অবশেষে স্বপ্ন পূরণ হল। লালমমনিরহাট-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য নুরুজ্জামান আহম্মেদ ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মতিয়ার রহমান কালীগঞ্জ উপজেলা অডিটরিয়াম হল গতকাল দুপুরে উপজেলায় কালীগঞ্জ থেকে শ্রীখাতাা পর্যন্ত দুটি রাস্তা উদ্বোধন শেষে,উপজেলা অডিটরিয়াম হল উদ্বোধন করেন।
অডিটরিয়াম হলে ঠিকাদার আবু তালেব মিলু ও এলাহী বকস্ জানান, জেলা পরিষদ ও এডিপির অর্থায়নে সাড়ে ৬ কোটি টাকা বাজেটে নির্মিত প্রকল্পটির কাজ শুরু হয়ছে। গত অর্থ বছরে লালমনিরহাট জেলা পরিষদ ও এডিপির অর্থায়নে পাচশত আসন বিশিষ্ট কালীগঞ্জ উপজেলার অডিটরিয়াম হল নামে প্রকল্প হাতে নেয় ।
এ বিষয়ে স্থানীয় সংস্কতিক সংঠন শাপলা শালুকের সভাপতি বুলু বলেন, এতদিন একটি অডিটরিয়াম না থাকায় উপজেলার শিল্প-সংস্কৃতি চর্চা ব্যাহত হয়েছে। আজ আমাদের স্বপ্নের সেই অডিটরিয়াম হল বাস্তবায়নে রুপ নিতে চলেছে ।
অডিটরিয়াম হল উদ্বোধন সময় উপস্থিত ছিলেন,অত্র থানা সহ সভাপতি বাবু বিজয় কুমার রায়,যুবলীগ সম্পাদক রেফাছ রাঙ্গা, উপজেলাা সাংঠনিক সম্পাদক মশিউর রহমান বিপ্লব, কালের কন্ঠ সাংবাদিক হায়দার আলী বাবু প্রমুখ।