ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের মেডিকেল মোড় নামক এলাকায় ভাড়া চাওয়াকে কেন্দ্র করে বুধবার দুপুরে আল আরব মুন্না (ঢাকা মেট্রো-জ-৬৪৫৫) নামেস একটি যাত্রীবাহি বাসে হামলা চালিয়ে ভাঙুর করেছে দুর্বৃত্তরা। হামলাকারীরা গাড়ি চালক মোঃ হানিফ হোসেন হাওলাদার, সুপাভাইজার রাসেল হোসেন (২৪) ও হেলপার সোহেল হোসেন (২০) ও চালকের পিতা আনসার হাওলাদারকে মারধর করে এবং হামলাকারীদের ইটপাটকেল ও এলোপাথারি লাঠির আঘাতে বাসে থাকা ৩ জন যাত্রী ও আহত হয়। চালক মোঃ হানিফ হোসেন হাওলাদার অভিযোগ করেন, জেলার নেছারাবাদ এলাকা থেকে দুই যাত্রী রাজাপুরের মেডিকেল মোড় আসার জন্য গাড়িতে উঠলে সুপার ভাইজার তাদের কাছে ৪০ টাকা ভাড়া চান। তখন তারা বলেন আমাদের ভাড়া লাগে না এ নিয়ে গাড়ির সুপারভাইজারের সাথে কথাকাটাকাটি হয়। পরে ওই দুইযাত্রী মোবাইলে মেডিকেল মোড় নুরু মৃধার ছেলে বরকত মৃধাসহ কয়েকজনকে ফোনে বিষয়টি জানায় এবং গাড়িটি মেডিকেল মোড় এলাকায় এলেই বরকতের নেতৃত্বে ২০/৩০ জন গাড়িতে হামলা চালিয়ে সামনের গ¬াস, পাশের গ¬াস ভাঙচুর করে এবং তাদের মারধর করে। আহতরা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে রাজাপুর ওসির দায়িত্বে থাকা এসআই আরিফুল ইসলাম জানিয়েছেন, গাড়িটি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কাঠালিয়ার কচুয়ায় বিএনপির দলীয় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময় সভা
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া বাজার মসজিদ মাঠে বিএনপির দলীয় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মত বিনিময় সভা বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। সভায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির দলীয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম মিরন সিকদার,দলীয় ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকির হোসেন কবির হাওলাদার,মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসাঃ নাসিমা বেগম,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসেন কিসলু,মোঃ খায়রুল আলম খোকন,মোঃ ইলিয়াছ মিয়া,মোস্তাফিজুর রহমান মারুফ,কিশোর মাহমুদ,শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সামসুল হক মিয়া,মোঃ ফজলুর রহমান ফুল,মোঃ আব্দুল হাকিম খান,নফিজুর রহমান বাদল,সোহাগ হাওলাদার, সাংবাদিক মোশাররফ হোসেন,মাকসুদুর রহমানসহ মুলদল,যুবদল,ছাত্রদল কৃষকদল ও শ্রমিক দলের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।