মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : চলতি মাড়াই মৌসুমের শুরু থেকেই ফরিদপুর চিনিকলে যান্ত্রিক ত্রুটির কারণে বার বার উৎপাদন ব্যাহত হওয়ায় লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে। মাড়াই মৌসুম উদ্বোধনের এক ঘন্টার মধ্যেই প্রথম মারাত্বক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এদিকে ৫৫ কোটি টাকা ব্যায়ে নতুন বয়লারটি আজ পর্যন্তু চালু করা সম্ভব হয় নাই। এর সাথে সংশ্লিষ্ট নতুন শেডারটিও বিকল্প ব্যবস্থায় কোন রকমে চালু করে মাড়াই কাজ চলছিল। ফলে নতুন বয়লার এর জন্য ক্রয়কৃত কয়েক হাজার টন খড়ি অপচয় সহ যথাযথ উৎপাদন মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় গত ২৫/০২/২০১৪ তারিখে সবচেয়ে পুরণ কেন- ক্যারিয়ার এর বৈদ্যতিক মোটরটি বিকল হয়ে পড়লে মাড়াই বন্ধ হয়ে যায়। ফলে শীতের পর প্রচন্ড খরায় কৃষকের আখ শুকিয়ে যাচ্ছে। এ ছাড়াও চিনিকলটিতে সময়মত শ্রমিক কর্মচারীদের বেতন না দেওয়ায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। কবে নাগাদ মিলটি চালু করা যাবে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নির্দিষ্ট করে কিছু বলতে পারেন নাই।