মেহের আমজাদ,মেহেরপুর : খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল জলিল বলেছেন, উপজেলা নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে। যে নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে তার ভোট প্রদান করতে পারে। এজন্য সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাচন বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামম, র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশরাফ উদ্দীন সহ প্রতিদ্বন্দী প্রার্থী ও তাদের এজেন্ট, সাংবাদিক ও সুশিল সমাজ প্রতিনিধিবৃন্দ। আগামি ২৭ ফেব্রæয়ারী জেলার গাংনী ও মুজিবনগর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
মেহেরপুরে ‘‘সাহিত্য-সাংস্কৃতি চর্চা কেন্দ্র” প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ
মেহেরপুরে ‘‘সাহিত্য-সাংস্কৃতি চর্চা কেন্দ্র” প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন পাবলিক লাইব্রেরি’র ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, মেহেরপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ বদরুন নাহার, পাবলিক লাইব্রেরির সম্পাদক আল মামুন অনল, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, নির্বাহী সদস্য ইসলাম আলী, নূরুল আহমেদ, জাহাঙ্গীর কবির সেলিম, এনামূল হক, অরণীর সভাপতি নিশান সাবের, পাবলিক লাইব্রেরির আজীবন সদস্য মাহাবুবুল আলম, সাহিত্য পরিষদের প্রতিনিধি সোহেল মল্লিক, মন্টু প্রমুখ।
মেহেরপুর ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে সরকারি বালক বিদ্যালয় জয়ী
বিসিবি আয়োজিত ও মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৫৬ রানে জয় লাভ করেছে।
গতকাল মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৪৪ ওভার ২ বলে ১৮৯ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে মনির হোসেন সর্বোচ্চ ৩০ রান করে। মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার আসিফ ৩ উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রসা ৩৬ ওভার ৫ বলে ১৩৩ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে হাসিবুল সর্বোচ্চ ২৭ রান করে। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাদাত মাহফুজ ৫ টি উইকেট লাভ করে।
মেহেরপুরে এফজিটি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত
মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর পৌরসভার “তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ” শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পের আওতায় পৌরসভার উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) প্রণয়নের উদ্দেশ্যে ফোকাস গ্রæপ ডিসকাশন (এফজিটি) এর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবীর রিপনের সভাপতিত্বে তার কার্য্যালয় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মনোয়ারা খাতুন, পৌর সচিব হারিচউদ্দিন, প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, অখিল রঞ্জন, বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদ হাসান, মহাসিন আলী, নূরুন্নবী বাবু, মজনু প্রমুখ। মতবিনিময় সভায় পৌরসভার পৌর সভার পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ , মাদক ও বিনোদন ইত্যাদি স্থান পায়।
মেহেরপুরে ৫দিন ব্যাপি একুশে বইমেলা সমাপ্ত
মেহের আমজাদ,মেহেরপুর : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত ৫দিন ব্যাপি বইমেলা শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ। পরে সেখানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এতে মেহেরপুর স্টুডেন্ট লাইব্রেরি প্রথম, পপি লাইব্রেরি দ্বিতীয় ও বুড়িপোতা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র তৃতীয় পুরস্কার পায়।