মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : সদ্য সমাপ্ত মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া নিজ দলের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজ না করার আভিযোগে বিক্ষুব্ধ কর্মীরা ধাওয়া করেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে। এই ঘটনায় উপস্থিত লোকজন হতভম্ব হয়ে যায়। এক পর্যায় জানা যায় গত ১৯ ফ্রেবরুয়ারী মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী জাকির হোসেন সরকার এর পক্ষে কাজ না করে ব্যক্তিগত কাজে নিজেকে ব্যস্ত দেখিয়ে নির্বাচন থেকে বিরত থাকে। একারণে গত ২৫ফ্রেবরুয়ারী মিঠাপুকুর উপজেলা পরিষদে একটি অনুষ্ঠানে এলে আওয়ামিলীগ সমর্থক লোকজন সভাপতিকে ধাওয়া দিলে গাড়ি নিয়ে পালিয়ে যায়।