বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জে উপজেলা নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির একক ও ১৯ দলের মনোনীত প্রার্থী দাবি করে উপজেলা প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যান প্রার্থী সুলতান আহম্মেদ খান । এ সময় তিনি সাংবাদিকদের জানান, কেন্দ্রিয় বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর এর নির্দেশ পেয়ে সুলতান আহম্মেদ খান আগামী ১৫ মার্চের বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ও ১৯ দলের দল মনোনীত প্রার্থী হিসাবে দাবী করেন। মতবিনিময় সভায় বাবুগঞ্জ প্রেস ক্লাবের সকল সাংবাদিকরা উপস্তিত ছিলেন। এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বরিশাল মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এ্যাডঃ মজিবর রহমান সরোয়ার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, এ বিষয়ে কেন্দ্রের নির্দেশ আসলে পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষনা করা হবে।
গড়িয়ারপাড় ইমপেল প্রিপেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নগরীর গড়িয়ারপাড় ইমপেল প্রিপেটরি স্কুলের ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল সকাল ১০টায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।স্কুলের সভাপতি আলহাজ্ব শাহজাহান বাদশার সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্যাক্টরী ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩০নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল মামুন(শাহীন,মোসাঃরাশিদা পারভীন,বরিশাল জেলার শ্রেষ্ঠ ও মাধবপাশা ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম খান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুসতফা মাসুদ। অনুষ্ঠান পরিচালনা করেন মিশাদ আহম্মেদ।
বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন
বিএনপির সুলতান খান ও ওয়াকার্স পার্টির বজলুর রহমান গনসংযোগ
বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্ধের পর এবার প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন। গতকাল বুধবার বর্তমান উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী সুলতান আহম্মেদ খান এর পক্ষে গতকাল বুধবার সকালে উপজেলার মাধবপাশার ইউনিয়ন চেয়ারম্যান অহিদুল ইসলাম খান মাধবপাশা বাজার, লাফাদি, দর্গাসাগরপাড়, তিন মঠ এলাকা, সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গনসংযোগ করেন। গনসংযোগে এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ আলী বেগ, সাবেক ইউপি সদস্য বশির মোলা, শাহিন মোলা সহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নেতা সাবেক চেয়ারম্যান বজলুর রহমান মাষ্টার রাকুদিয়া জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়,আবুল কালাম ডিগ্রি কলেজ, কেদাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে গনসংযোগ করেন। এরপর তিনি দেহেরগতি ও রহমতপুর,চাঁদপাশা,দোয়ারিকা এলাকায় সাধারন মানুষের সাথে উঠোন বৈঠকে মিলিত হন ও মতবিনিময় করেন। এ সময় তার সাথে বিভিন্ন রাজনৈতিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।