বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ময়মনশিং কলনীর রাস্তা থেকে গতকাল বুধবার দুপুরে নাগরভিটা বিজিবি সদর দপ্তর ক্যাম্পের টহলরত জোয়ানরা ভারতীয় ঔষধসহ ব্যবসীয়ী মানিককে (২০) আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।
গ্রেফতারকৃত মানিক হচ্ছে- বালিয়াডাঙ্গী উপজেলার বেহারীপাড়া গ্রামের ফনির হোসেনের ছেলে। এব্যাপারে নাগরভিটা বিজিবি সদর দপ্তর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আফজাল হোসেনের নিকট জানতে চাওয়া হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত মানিককে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে এবং গতকাল সন্ধ্যায় বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের হয়েছে।