জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ আসন্ন উপজেলা নিবার্চনে বিএনপির দলীয় সিদ্বান্তের বিপক্ষে কাজ করার অভিযোগে উপজেলা ও কলেজ ছাত্রদল কমিটি বিলুপ্তি করেছে। ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে জেলা ছাত্রদলের আহবায়ক সফিকুল ইসলাম খান সজিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় প্রার্থী উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি আব্দুর রউফ তালুকদার পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থী সাবেক বিএনপির সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মানিক সওদাগরের পক্ষাবলম্বন করায় এ সিদ্বান্তের কথা বলা হয়।