ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৪ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় রাত পোহালেই উপজেলা নির্বাচনের ভোট : সেনাবাহিনী সহ ৮শ আইনশৃংখলা রক্ষা বাহিনী মাঠে থাকবে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৬, ২০১৪ ৮:১৩ অপরাহ্ণ
পেকুয়ায় রাত পোহালেই উপজেলা নির্বাচনের ভোট : সেনাবাহিনী সহ ৮শ আইনশৃংখলা রক্ষা বাহিনী মাঠে থাকবে

এম.আবদুল্লাহ আনসারী.পেকুয়া (কক্সবাজার) : রাত পোহালেই পেকুয়ায় উপজেলা পরিষদের নির্বাচন। আওয়ামীলীগ বি.এন.পি দু প্যানেলে একক প্রার্থী নির্ধারণ করায় সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনী আমেজও সৃষ্টি হয়েছে জোরালোভাবে। উপজেলার ৭টি ইউনিয়নের ৩৮টি ভোট কেন্দ্রে ১৯৫ টি বুথে ৪৭ হাজার ৮শ ৪০ জন পুরুষ ও ৪৫ হাজার ৮শ ৭১ জন মহিলা ভোটার সহ মোট ৯৩ হাজার ৭শ ১১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে। বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহবায়ক তরুণ রাজনীতিবিদ শাফায়েত আজিজ রাজু (আনারস) বি.এন.পি-জামায়াতের একক চেয়ারম্যান প্রার্থী ও উপজেলার শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী আওয়ামীলীগের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে (দোয়াত কলম) নির্বাচনে অংশ গ্রহণ করছেন। এদিকে ২৭ফেব্রæয়ারীর এ নির্বাচনকে সার্বিক নিরাপত্তা বিধানের জন্যে সেনাবাহিনী বিজিবি কোষ্টগার্ড পুলিশ ও আনসার বিডিপি সহ ৭শ ৮৬ জন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। পেকুয়া উপজেলা সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে নির্বাচনী দায়িত্বে ৪ জন ম্যাজিষ্ট্রেট, ১ জন জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত থাকবে সেনাবাহিনীর একজন মেজরের তত্বাবধানে ১০০ জন। বিজির সদস্য ৭০ জন, কোস্টগার্ডের সদস্য ৬০ জন, অতিরিক্ত পুলিশ থাকবে ১০০ জন, এছাড়া আনসার বিডিপির সদস্য থাকবে ৪৫৬ জন। তৎমধ্যে ৩৮ জন পিসি ও ৩৮ জন এপিসি দায়িত্ব পালন করবেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্সে র‌্যাব টহলও অব্যাহত থাকবে। পুলিশের প্রদত্ত প্রতিবেদন অনুযায়ী ১৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিতে পেকুয়ায় কোণ ঝুকিপূর্ণ কেন্দ্র নেই এসব কেন্দ্র গুলোকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে ওই সব কেন্দ্রে আলাদা দৃষ্টি রাখা হবে তিনি জানান। এসব কেন্দ্র গুলোকে কিভাবে ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানিয়েছেন, চেয়ারম্যান পদে প্রার্থীদের বসতবাড়ী এলাকার পাশের কেন্দ্র গুলোকে ও দলীয় আধিপত্য বিস্তারের দৃষ্টিতেই ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরো বলেন, প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করে প্রত্যেক ভোটারকে নিরাপদে কেন্দ্রে পৌছে ভোট দিয়ে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্যে ব্যবস্থা গ্রহণ করবে। সাধারণ ভোটারা বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতাসীনদের উত্তেজনাকর কথায় সুষ্টু নির্বাচন ও কেন্দ্রে নিরাপত্তা নিয়ে আশংকা বিরাজ করলেও এখন সেনাবাহিনী ও বিজিবির টহল শুরু হওয়ায় তাদের মাঝে স্বস্থি ফিরে এসেছে।

পেকুয়ায় স্বাস্থ্যসহকারী মইনুদ্দিন নিজের কেন্দ্রে সহকারী প্রিসাইডিং এর দায়িত্বে!

Shamol Bangla Ads

কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে স্বাস্থ্য সহকারী মাইনুদ্দিন নিজের ঘরের পাশের মগনামা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে নিয়োগ হওয়ায় এলাকায় মিশ্রয় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন বলেন, বিশেষ করে ওই স্বাস্থ্য সহকারী নির্বাচনী প্রচারণা সৃষ্টির পর থেকে চেয়ারম্যান পদে দোওয়াত কলম প্রতীকের পক্ষে প্রত্যক্ষ প্রচারণাকালে কিভাবে ভোট আদায় করতে হয় সেটি তার জানা আছে এরকম সেরকম উত্তেজনাকর কথা বলায় সাধারণ ভোটারদের মাঝে স্বাস্থ্য সহকারী মইনুদ্দিনকে নিয়ে নানা প্রকার প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একপর্যায়ে প্রতিদ্বন্ধী এক প্রার্থীর পক্ষে তাকে ওই কেন্দ্রে দায়িত্ব না দেয়ার জন্যে কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানানো হলে তাকে নিয়ে আরো ব্যাপক গুঞ্জণ সৃষ্টি হয়। এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তার ব্যাপারে আপত্তি তুলায় তাকে অন্য জায়গায় দায়িত্ব দেয়ার চেষ্টা চলছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!