এম লুৎফর রহমান, নরসিংদী : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান পদে জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মনজুর এলাহী গতকাল দুপুরে সহকারী রির্টানিং অফিসার ও নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রড্রিক্স এর কাছ থেকে মনোনয়ন পত্র ক্রয় করেন। এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, পাইকারচর ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল ইসলাম, মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মানুনুর রশিদ সাজন, পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নরসিংদী জেলা বিএনপি নেতা আতাউর ইসলাম বাবুল, জাসাস কেন্দ্রীয় কমিটির আবৃত্তি বিষয়ক সম্পাদক এ বি এম আজরাফ টিপু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম আপেল, জেলা মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সজল, যুবনেতা আক্তার হোসেন খাবির, জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমুখ।