নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের প্রচারনা শুরু হয়েছে। গত মঙ্গবার দুপুরের পর থেকে এলাকায় মাইকিং ও পোষ্টার বিলির মাধ্যমে তাদের প্রচারনার কাজ শুরু হয়। এবারের নির্বাচনে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতায় নেমেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৭ জন,ভাইস চেয়ারম্যান(পুরুষ)পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান(মহিলা পদে ৫ জন প্রার্থী রয়েছেন। চেয়াম্যান পদের জন্য প্রার্থীরা হলেন থানা আওয়ামীগের সা: সম্পাদক আতাউর রহমান(আনারস), থানা বি এন পি’র সা: সম্পাদক ও সাবেক ইউ,পি চেয়ারম্যান তরিকুল ইসলাম( ঘোড়া), থানা জামায়াতের আমির নুরে আলম সিদ্দকী(হেলিকপ্টার), ইসলামী আন্দোলনের কামরুজ্জামান(কাপপিরিচ),ছাত্রলীগের সাবেক নেতা নিজামুল হাসান শিশির(টেলিফোন), আ: মতিন(মোটর সাইকেল) ও সাবেক ইউ,পি চেয়ারম্যান আব্দুল লতিফ(দোয়াতকলম)। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রার্থী হয়েছেন খলিলুর রহমান(চশমা), ডা: মোশারফ হোসেন(মাইক), শাহ আলমগীর(তালা), শাহিনুর রহমান(উড়োজাহাজ) ও হেলাল মিয়া(টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন লিপি বেগম(কলস), শেফালী বেগম রেখা(প্রজাপতি) রিনা বেগম(হাঁস) শিরিন আকতার(পদ্মফুল) ও পারুল বেগম(বৈদ্যুতিক পাখা)। প্রার্থীরা যেরকম তাদের প্রচারনা শুরু করেছেন তেমনি প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লষন করছেন ভোটারেরা। হাট-বাজার,চা দোকান এমকি পথ চলতেও ভোটারেরা ভোট নিয়ে আলোচনা করছেন। তবে গ্রাম গঞ্জের মহিলাদের মাঝে ভোট নিয়ে তেমন কোন আলোচনা তেমন শুরু হয়নি। যেখানে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যাই বেশী। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৪ হাজার ১৪৯ জন। এর মধ্যে পুরুস ভোটার ৭৭ হাজার ১০জন এবং মহিলা ভোটার ৭৭ হাজার ১৩৯ জন। আগামী ১৫ মার্চ উপজেলার ৯টি ইউনিয়নের ৫৪ টি কেন্দ্রের ৪১৪টি বুথে উপরোক্ত ভোটারগন তাদের ভোট প্রদান করবেন।