ads

বুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৪ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জয় দিয়ে শুরু শ্রীলঙ্কার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৬, ২০১৪ ১২:২৭ অপরাহ্ণ

sdgশ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশকে টানা তিনটি ওয়ানডে হারানোর পর এশিয়া কাপও জয় দিয়ে শুরু করল শ্রীলঙ্কা। উদ্বোধনী ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নের অসাধারণ শতক এবং পেসার লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়ে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১২ রানের জয় পেয়েছে তারা।

Shamol Bangla Ads

মঙ্গলবার ফতুল­ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯৬ রান করে শ্রীলঙ্কা।
১১০ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১০২ রান করা থিরিমান্নের সঙ্গে কুমার সাঙ্গাকারার (৬৭) ১৬১ রানের দ্বিতীয় উইকেট জুটি শ্রীলঙ্কানদের ভালো সংগ্রহের ভিত গড়ে দেয়। দলকে তিন শ’র কাছাকাছি পৌঁছে দিতে অ্যাঞ্জেলো ম্যাথিউসেরও বড় অবদান। শ্রীলঙ্কার অধিনায়কের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৫ রান। দুটি করে উইকেট পান উমর গুল ও শহীদ আফ্রিদি।
জবাবে মালিঙ্গার বোলিং তোপে ৪৮ ওভার ৫ বলে ২৮৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১২১ রানে প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ের পর গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে স্বপ্ন দেখাচ্ছিল উমর আকমলের সঙ্গে অধিনায়ক মিসবাহ-উল-হকের ১২১ রানের জুটি। কিন্তু ১২ রানের ব্যবধানে আকমল (৭৪), আফ্রিদি (৪) ও মিসবাহ (৭৩) বিদায় নিলে ভীষণ বিপদে পড়ে যায় পাকিস্তান। ২৪২/৪ থেকে ২৫৪/৭-এ পরিণত হওয়ার পর তারা আর পেরে ওঠেনি। ৫২ রানে ৫ উইকেট নেন মালিঙ্গা।

সংক্ষিপ্ত স্কোর :

Shamol Bangla Ads

শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৯৬/৬ (কৌশল ১৪, থিরিমান্নে ১০২, সাঙ্গাকারা ৬৭, জয়াবর্ধনে ১৩, ম্যাথিউস ৫৫*, থিসারা ৬, ডি সিলভা ২, চান্দিমাল ১৯*; গুল ২/৩৮, আফ্রিদি ২/৫৬, আজমল ১/৫০)

পাকিস্তান : ৪৮.৫ ওভারে ২৮৪ (শারজিল ২৬, শেহজাদ ২৮, হাফিজ ১৮, মাকসুদ ১৭, মিসবাহ ৭৩, আকমল ৭৪, আফ্রিদি ৪, বিলাওয়াল ১৮, গুল ২, আজমল ১০, জুনায়েদ ১*; মালিঙ্গা ৫/৫২, লাকমল ২/৬৫, ম্যাথিউস ১/২৫, সেনানায়েকে ১/৪৭, ডি সিলভা ১/৫৬)

ম্যাচ সেরা : লাসিথ মালিঙ্গা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!