চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর মোড়ে অংকন ফিলিং স্টেশনের কাছে ট্রাক ও পাওয়ারট্রিলার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২জন আহত হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত মাহাবুর রহমান (৩৫) জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের মোশারেফ হোসেনের ছেলে। আহতরা হলেন- একই উপজেলার বড় শলুয়া হলেন নজরুল (৪০) ও খেদের আলী (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দেড়টার দিকে নিহত মাহাবুর রহমান কেরু চিনিকলে আখ বিক্রি করে খালি পাওয়াট্রিলার নিয়ে নিজ গ্রাম জীবননগরের ধোপাখালী ফিরে যাচ্ছিল। পথিমধ্যে সন্তোষপুর মোড়ে পৌঁছালে বিপরীতমুখি গরু ভর্তি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পাওয়ারট্রিলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থালেই মাহাবুর রহমান নিহত হয় ও অপর দুজন আহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে জীবননগর থানায় নিয়ে গেছে এবং ঘাতক ট্রাকটি আটক করেছে।