চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনার কেরু চিনিকলের কর্তপক্ষের উদাসীনতার কারণে লক্ষ লক্ষ টাকার আখের রস ড্রেন দিয়ে মাথাভাঙ্গা নদীতে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, বুধবার বেলা ১১ টার দিকে ট্যংকীতে (ট্যাফ) রাখা আখের রস অতিরিক্ত হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা চিনিকল বন্ধ না করে লক্ষ লক্ষ টাকার বাড়তি আখের রস ড্রেন দিয়ে ছেড়ে দেয়। ফলে আখের রস ড্রেন দিয়ে মাথাভাঙ্গা নদীতে চলে যায়। প্রায় ঘন্টা ব্যাপি এ আখের রস ড্রেন দিয়ে ছেড়ে দেওয়ায় চিনিকলের মোটা অংকের লোকসান হয়েছে বলে জানা যায়। এদিকে, প্রতিদিন ১১৫০ মে: টন আখ মাড়াই করার কথা থাকলেও সংশ্লিষ্টরা ১৩৩০ মে: টন আখ মাড়াই করায় অতিরিক্ত আখের রস ড্রেন যোগে নদীতে চলে যায়। পরে নিয়ন্ত্রণে আনতে বেলা ১২ টায় কর্তপক্ষ চিনিকলটি বন্ধ করে দেয়।
কেরু এ্যন্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্যান খারপ হওয়ার কারণে কিছু আখের রস ড্রেন দিয়ে মাথাভাঙ্গা নদীতে চলে গেছে।




