কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী, খোকসা ও মিরপুর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ ভোট গ্রহণের সরঞ্জাম পাঠানো হয়েছে। জেলার ৬ উপজেলার মধ্যে প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারী দুই উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার দ্বিতীয় দফায় আগামীকাল ২৭ ফেব্রুয়ারী কুমারখালী, খোকসা ও মিরপুর এই তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিন উপজেলার মোট ২শ’ ৪২টি ভোট কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিন উপজেলায় মোট ভোট সংখ্য ৫লক্ষ ৩৬ হাজার ৯৭জন।
কুামারখালী আর খোকসায় ২জন করে চেয়ারম্যান ও মিরপুরে ৪জনসহ মোট ৮জন চেয়ারম্যান পদে লড়ছেন। তবে এসব উপজেলার অধিকাংশ কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রশাসনের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। এদিকে জেলার দৌলতপুর উপজেলার চতুর্থ দফা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই বুধবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সম্পন্ন হয়েছে। যাচাই বাছাই শেষে ৬ চেয়ারম্যানসহ ১৬ জন প্রার্থীরই মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেলা রিটার্নিং অফিসার মুজিব-উল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
উলেখ্য, আগামী ২৩ মার্চ এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।